North 24 Pargana: "ভোটে সন্ত্রাস সৃষ্টি, ভোট দিতে বাধা দেওয়া, এগুলি সবই গণতন্ত্রের পক্ষে আশাঙ্কার বিষয়", ভোট পরিদর্শনে বেরিয়ে মন্তব্য রাজপালের
সকাল থেকেই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভোট পরিদর্শন করছেন রাজ্যপাল
ভোটে সন্ত্রাস সৃষ্টি, ভোট দিতে বাধা দেওয়া, এগুলি সবই গণতন্ত্রের পক্ষে আশাঙ্কার বিষয়। শনিবার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ভোট পর্ষবেক্ষনে এসে এমনটাই জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
তিনি জানান, "আমি সকাল থেকেই সরেজমিনে রয়েছি, সাধারণ মানুয আমাকে অনুরোধ করছেন আমার কনভয় দাঁড় করাচ্ছেন, তারা জানাচ্ছেন যে এখানে খুনের ঘটনা ঘটছে, দুষ্কৃতীরা বুথে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে, এরকম অবস্থা গনতন্ত্রের পক্ষে ভালো নয় ।"এটা গনতন্ত্রের সব থেকে শুভ দিন। নির্বাচন ব্যালটের মধ্যে দিয়ে হওয়া উচিত বুলেটের মধ্যে দিয়ে নয়"
ইতিমধ্যেই নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা সহ বেশ কয়েকটি জায়গায় নিহত হয়েছে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ভোট যাতে অবাধ ও সুষ্ঠভাবে হয় তার জন্য সকাল থেকেই মাঠে নেমেছেন রাজ্যপাল।