Nisith Pramanik On Shahjahan : শাহজাহানকে ধরতে না পারলে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সাহায্য নেওয়ার প্রস্তাব নিশীথ প্রামানিকের

শেখ শাহাজাহনকে গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যকে প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নেওয়ার আবেদন কেন্দ্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

Nisith Pramanik (Photo Credit: ANI/Twitter)

শেখ শাহাজাহানের গ্রেফতারি প্রসঙ্গে এবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি জানান, "আমি এর আগেও অবশ্য বলেছি  যদি মমতা ব্যনার্জীর সরকার গ্রেফতার করতে অসমর্থ হয় তাহলে কেন্দ্রের সাহায্য নিতে পারে। কেন্দ্র সম্পূর্ণভাবে রাজ্যকে সমর্থন দিতে আগ্রহী। ফোর্স সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমাদের এক ঘন্টার মধ্যে তাকে খুঁজে বের করার সামর্থ রয়েছে। এবং রাজ্যকে এই বিষয়ে সদা সাহায্য করতে প্রস্তুত। এমনকি আজকেও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে (Fact Finding Team) প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সরাসরিভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যদি কোন তৃণমূলের নেতা সেখানে যাচ্ছেন তাহলে তাঁদের গ্রেফতার করা হচ্ছে না। আইন কানুন কোন কিছুই নয় তাদের কাছে। সব কিছুই বিরোধীদের জন্য। "

প্রসঙ্গত ৬ সদস্যরের ফ্যাক্ট ফাইন্ডিং এর একটি দল সন্দেশখালির(Sandeshkhali) দিকে রওনা দিয়েছিল। তবে তাদের গ্রেফতার করা হয়। যদিও লালবাজার থেকে মুক্ত হওয়ার পর তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে ঘটনার বিবরন দেন এবং প্রতিবাদ জানান।

সন্দেশখালির মহিলাদের অনেকেই শেখ শাহাজাহানের বিরুদ্ধে জোরপূর্বক জমি কেড়ে নেওয়া এবং যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।