Murshidabad Lok Sabha 2024: সেলিমের কাঁধে গুরু দায়িত্ব, ফেভারিট আবুর সামনে বিজেপির অঙ্ক ভোট ভাগাভাগির, সেলিমের হাতিয়ার জনসংযোগ
আগামী ৭ মে, মঙ্গলবার রাজ্যের চারটি লোকসভা আসনে ভোট। এই চারটির মধ্যে সবচেয়ে বেশী নজর বোধহয় মুর্শিদাবাদকে ঘিরেই।
আগামী ৭ মে, মঙ্গলবার রাজ্যের চারটি লোকসভা আসনে ভোট। এই চারটির মধ্যে সবচেয়ে বেশী নজর বোধহয় মুর্শিদাবাদকে ঘিরেই। এক সময়ের বাম গড়। সব সময়ের হাতে আস্থা রাখা কেন্দ্র। এবার অগ্নিপরীক্ষার। মুর্শিদাবাদ এখন জোড়া ফুল ছয়লাপ। গত লোকসভায় আবু তাহের খানের বিপুল ভোটে জয়ের পর থেকে মুর্শিদাবাদ মানেই দিদির দিকে। এই জেলায় মূল লড়াই এখন দুই কংগ্রেসের। তবে জোট ধর্ম পালন করতে এবার সেখানে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম (Mohammed Salim)-কে সমর্থন করছে কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবু হেনা ৩ লক্ষ ৭৭ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন, সেখানে সিপিএমের প্রাক্তন সাংসদ বদুরজ্জা খান ১ লক্ষ ৮০ হাজার ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন। তবু গতবারের চতুর্থ হওয়া দলই এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ।
মহম্মদ সেলিমের মত হেভিওয়েটকে দাঁড় করিয়ে এখানকার খেলা জমিয়ে দেওয়ার চেষ্টা করেছে সিপিএম। অবশ্যই এবারের লোকসভায় যাদবপুর বাদ দিলে আসন জিততে মুর্শিদাবাদই সিপিএমের সেরা বাজি। তবে ২০২১ বিধানসভায় প্রার্থী হয়ে কিছুই করতে পারেননি সেলিম। এবার তিনি কতটা পারেন সেটা দেখার।
মুর্শিদাবাদ লোকসভা আসনে একটা জিনিস পরিষ্কার। তৃণমূল এখানে একমাত্র সমস্যা পড়তে পারে যদি কংগ্রেসের পুরো ভোটটা সিপিএমের দিকে যায়। কারণ ২০১৯ লোকসভায় কংগ্রেসের থেকে তৃণমূল ২ লক্ষ ২৭ হাজার ভোট বেশী পেয়েছিল, সেখানে সিপিএমের ভোট ছিল ১ লক্ষ ৮০ হাজার। গতবার বিজেপি হুমায়ন কবীরকে প্রার্থী করেছিল। ফলে ব্যক্তিগত ক্যারিশ্মা তিনি বেশ ভোট টেনেছিলেন। সেই তুলনায় এবার এখানে বিজেপি প্রার্থী গৌরশঙ্কর ঘোষ বেশ লো প্রোফাইল। ফলে হুময়ান কবীরের গতবারের পাওয়া ভোটের বেশ কিচুটা সেলিমের দিকে পড়লেও খেলা জমতে পারে। যদিও ২০২১ বিধানসভার পর এখানে তৃণমূল যতটা শক্তিশালী হয়েছে, ততটাই দুর্বল হয়েছে কংগ্রেস।
এক নজরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র-
২০২৪ লোকসভার প্রার্থীরা
আবু তাহের খান (তৃণমূল)
মহম্মদ সেলিম (সিপিএম, কংগ্রেস সমর্থিত)
গৌর শঙ্কর ঘোষ (বিজেপি)
২০১৯ লোকসভার ফলাফল
আবু তাহের খান (তৃণমূল): ৬ লক্ষ ৪ হাজার
আবু হেনা (কংগ্রেস): ৩ লক্ষ ৭৭ হাজার
হুমায়ুন কবীর (বিজেপি): ২ লক্ষ ৪৭ হাজার
বদুরজ্জা খান (সিপিএম): ১ লক্ষ ৮০ হাজার
তৃণমূলের আবু তাহের জয়ী ২ লক্ষ ২৭ হাজার ভোটে
কবে ভোট
আগামী ৭ মে, মঙ্গলবার ভোট।
কারা এগিয়ে
এই লোকসভার সাতটি বিধানসভার মধ্যে একমাত্র মুর্শিদাবাদ ছাড়া বাকি ৬টি-তেই তৃণমূল ২০২১ বিধানসভায় বড় জয় পেয়েছিল। তৃণমূল তাই অঙ্কের বিচারে অনেকটা এগিয়ে। এবার ভগবানপুর, রানিনগর, ডোমকলে তৃণমূল বড় লিডের আশা করছে। সেলিমের অঙ্ক হল হরিহরপাড়া, করিমপুরে বড় লিড। বিজেপি-র হিসেব, আবু তাহের ও সেলিমের মধ্যে সংখ্যালঘু ভোট ভাগাভাগির সুবিধা নিয়ে চমকপ্রদ জয় পাওয়া। তবে তার সম্ভাবনা বেশ কম।