Dilip Ghosh On Gaumutra: 'গোমূত্র খেয়েছি, প্রয়োজনে আবার খাব' মন্তব্য দিলীপ ঘোষের, বিঁধলেন মানস ভুইঞা
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে গোমূত্রে বিশ্বাস রাখছে গেরুয়া শিবির। কোথাও চলছে গোমূত্র পার্টি। কোথাও আবার জোড়করেই একপ্রকার গোমূত্র খেতে বাধ্য করা হচ্ছে, এমন খবর আসছে। গোমূত্র প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি সাফ জানালেন, “গোমূত্র খেয়েছি, প্রয়োজনে আবার খাব। এতে সমস্যার কিছু নেই।” এই মন্তব্যের পরই দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করলেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঞা (Manas Bhunia)।
কলকাতা, ১৭ মার্চ: করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে গোমূত্রে বিশ্বাস রাখছে গেরুয়া শিবির। কোথাও চলছে গোমূত্র পার্টি। কোথাও আবার জোড়করেই একপ্রকার গোমূত্র খেতে বাধ্য করা হচ্ছে, এমন খবর আসছে। গোমূত্র প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি সাফ জানালেন, “গোমূত্র খেয়েছি, প্রয়োজনে আবার খাব। এতে সমস্যার কিছু নেই।” এই মন্তব্যের পরই দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করলেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঞা (Manas Bhunia)।
হিন্দু মহাসভার পার্টি থেকে অনুপ্রাণিত হয়ে করোনার দাওয়াই হিসেবে গোমূত্রের ব্যবসা শুরু হয়েছে এরাজ্যে। গত সোমবারই ডানকুনিতে গোবর ও গোমূত্র সাজিয়ে বসেছিলেন এক ব্যবসায়ী। বিকেলে শহর কলকাতাতেও করোনা মোকাবিলায় গোমূত্র বিলি করতে দেখা যায় বিজেপি নেতাদের। মঙ্গলবার একই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আরও পড়ুন, করোনা তাড়াতে রেলের নয়া দাওয়াই, দেশের গুরুত্বপূর্ণ স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বেড়ে ৫০ টাকা
এই ঘটনায় বিজেপিকে বিঁধতে শুরু করে সব রাজনৈতিক মহল। মঙ্গলবার গোমূত্র প্রসঙ্গে সুর চড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “গোমূত্র-গোবরের উপকারিতা কারও অজানা নয়। বিজেপি বিষয়টি নিয়ে প্রচার করছে বলেই তা নিয়ে এত কানাঘুষো হচ্ছে।” পাশাপাশি তিনি বলেন, এর আগে একাধিকবার গোমূত্র তিনি খেয়েছেন, পরবর্তীতে প্রয়োজনে আবারও খাবেন।
মানস ভুইঞা (Manas Bhunia) দিলীপ ঘোষকে উন্মাদ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, “ওঁনার চিকিৎসার প্রয়োজন।” প্রসঙ্গত, চিকিৎসকরা আগেই জানিয়েছেন গোমূত্র কোনওভাবেই করোনার প্রতিষেধক নয়। বরং গোমূত্র পানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ার সম্ভবনা প্রবল বলেই দাবি চিকিৎসকদের। সিএএ, এনআরসির পর করোনা নিয়েও মন্তব্য করতে ছাড়লেন না তিনি।