Kolkata: চাকরি দেওয়ার নামে প্রতারণা! সংস্থার মালিককে অপহরণ করে ধৃত চাকরি প্রার্থী
পুলিশি জেরায় জানা যায়, যাকে অপহরণ করা হয়েছিল সে অভিযুক্তের থেকে সরকারি চাকরি করিয়ে দেওয়ার নামে ৩৫ লক্ষ টাকা নিয়েছিল। সেই ভিত্তিতে একটি অভিযোগ দায়ের হয়েছে।
কলকাতা: চাকরির জন্য এক ব্যক্তিকে ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু, চাকরি না পাওয়ায় তাকেই বিহার থেকে অপহরণ করে কলকাতায় (Kolkata) এনে চারদিন ধরে রীতিমতো নিজের কাছে বন্দী বানিয়ে রেখেছিলেন এক যুবক (Jobs-Seeker)। মঙ্গলবার শেখ সেলিম নামে ৩৬ বছরের ওই যুবককে দক্ষিণ কলকাতার কসবা এলাকার আর কে চ্যাটার্জি রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অপহৃত ব্যক্তিকে রীতিমতো পরিকল্পনা করে ফাঁদে ফেলেছিল অভিযুক্ত। সেই মোতাবেক কলকাতা ময়দানের একটি নির্দিষ্ট জায়গাতে চাকরি প্রদানকারী সংস্থার মালিক আসে। আর এরপরই প্রধান অভিযুক্ত আরও চারজনের সাহায্যে তাকে অপহরণ করে। ছেড়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা চায়। যখন অপহৃত ১ লক্ষ দেয় তাকে নিজেদের কাছে বন্দী বানিয়ে রাখা।
পুলিশি জেরায় জানা যায়, যাকে অপহরণ করা হয়েছিল সে অভিযুক্তের থেকে সরকারি চাকরি করিয়ে দেওয়ার নামে ৩৫ লক্ষ টাকা নিয়েছিল। সেই ভিত্তিতে একটি অভিযোগ দায়ের হয়েছে।
তাতে দাবি করা হয়েছে, চাকরি দেওয়ার নামে রাজেশ কুমার রায় নামে ওই ব্যক্তি অভিযুক্তের থেকে টাকা নিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্ত, তা রাখে নি। তাতেই ধৃত যুবক তাকে অপহরণের পরিকল্পনা করে।