Firhad Hakim: রেখা পাত্রকে অসম্মানজনক মন্তব্য করিনি, বিজেপি একটা 'হেরো মাল', মন্তব্য ফিরহাদ হাকিমের

হাড়োয়ায় উপনির্বাচন বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম।

হাড়োয়ায় উপনির্বাচন বিজেপি নেত্রী রেখা পাত্রকে (Rekha Patra) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতার মেয়রের মুখে এহেন কথা শুনে চমকে গিয়েছেন সকলেই। যদিও এই ঘটনার পর প্রকাশ্যে ববি ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতেও তাঁর মন্তব্য নিয়ে চুপ থাকছে না বিজেপি। এমনকী কমিশনের কাছে গিয়ে ফিরহাদের বিরুদ্ধে নালিশ জানাবে বলে হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে শনিবার তৃণমূল নেতা স্পষ্ট জানিয়ে দেয়, কোনও মহিলাকে নয় ববং বিজেপি দলকে হেরো মাল বলে অভিহিত করেছেন।

ফিরহাদ এদিন বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি মহিলাদের মাতৃরূপে দেখি। হেরো মাল বা হেরো ভূত এই ধরনের শব্দ আমাদের এখানে প্রচলিত  শব্দ হয়ে গিয়েছে। এখানে কেউ হেরে গেলে হাসি মশকরার জন্য এই ধরনের মন্তব্য করে। অমিত শাহ ভোটের আগে এত আসনে জিতবে বলে বলেছিল। কিন্তু তাঁরা অর্ধেক আসনও জেতেনি, তাই বিজেপি হেরো মাল বা হেরো ভূত। বিজেপির প্রার্থীরা যাঁরা হেরেছে তাঁদের উদ্দেশ্যে আমি এই মন্তব্য করেছি। রেখা পাত্র একজন ভদ্রমহিলা। আমাদের এখানে মা দূর্গা মাতৃরূপে পূজিত হন। আমি কাউকে অসম্মান করিনি"।



@endif