KMC Poll Result 2021: ভোট প্রক্রিয়া স্বাভাবিক হয়নি, জয়ের পর মীনাদেবীর সুরেই বললেন বিজেপির বিজয় ওঝা

মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যখন ট্রেন্ড পরিস্কার হতে শুরু করে, সেই সময় জয়ী হন বিজেপির বিজয় ওঝা। কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন বিজেপির এই প্রার্থী। ২৩ নম্বর ওয়ার্ড থেকে বিজয় ওঝা জয়ী হতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন।

Vijay Ojha (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২১ ডিসেম্বর: কলকাতা পুরসভায় ভোট গণনা শুরু হতেই তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ধারা অপরিবর্তিত রাখতে শুরু করেছে। কলকাতা পুরসভায় একের পর এক ওয়ার্ড নিজেদের দখলে রাখতে শুরু করলেও, বেশ কয়েকটি ওয়ার্ড ধারাবাহিকভাবে নিজেদের কব্জায় রাখছে গেরুয়া শিবির। যার মধ্যে অন্যতম বিজেপির মীনাদেবী পুরোহিত (Meena Devi Purohit) এবং বিজয় ওঝা (Vijay Ojha)।

মঙ্গলবার ভোট গণনা (KMC Poll Result) শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যখন ট্রেন্ড পরিস্কার হতে শুরু করে, সেই সময় জয়ী হন বিজেপির বিজয় ওঝা। কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন বিজেপির (BJP) এই প্রার্থী। ২৩ নম্বর ওয়ার্ড থেকে বিজয় ওঝা জয়ী হতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ভোটগ্রহণ পর্ব যদি সঠিকভাবে হত, তাহলে বিজেপি আরও আসন পেত। কলকাতা পুরসভার ভোটের সময় প্রত্যেকটি ওয়ার্ডে কী হয়েছে না হয়েছে, তা সবাই দেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:  KMC Poll Result 2021: ভোট গণনা শুরু হতেই ৩৭ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়

বিজয় ওঝার পাশাপাশি ভোটগ্রহণ পর্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির আর এক জয়ী প্রার্থী মীনাদেবী পুরোহিত। তিনি বলেন, ভোটগ্রহণ পর্ব স্বাভাবিক হলে, বিজেপি আরও আসন পেত। তবে মানুষের জন্য কাজ করলে, তার সুফল মেলে বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।