West Bengal 12th Exam Date, Routine 2020: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১২ মার্চ–২৭ মার্চ, ঘোষণা করল সংসদ

২০২০ সালের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার সূচি প্রকাশিত। (Photo Credits: PTI)

কলকাতা, ৮ জুন, ২০১৯:কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। এবার প্রকাশ্যে এলো উচ্চমাধ্যমিক পরীক্ষার( Higher Secondary Exam) দিনক্ষণ (Routine)উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২০ সালের ১২ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্টের মতো বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা করা হয়েছে। আরও পড়ুন, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, জানুন বিস্তারিত পরীক্ষাসূচি১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, জানুন বিস্তারিত পরীক্ষাসূচি

একনজরে পরীক্ষার সূচি:

১২.‌৩.‌২০২০—প্রথম ভাষা

১৪.‌৩.‌২০২০—দ্বিতীয় ভাষা

১৬.‌৩.‌২০—জীবন বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান

১৭.‌৩.‌২০—হেল্থ কেয়ার,অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং,সিকিউরিটি,আইটি এবং ভোকেশনাল স্টাডিজ

১৮.‌৩.‌২০— অঙ্ক, মনস্তত্ব, প্রত্নতত্ব, অ্যাগ্রোনমি, ইতিহাস

১৯.‌৩.‌২০—কম্পিউটার সায়েন্স, মর্ডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্ট

২১.‌৩.‌২০—কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শণ এবং সমাজবিদ্যা

২৩.‌৩.‌২০—পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৫.‌৩.‌২০— রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি ভাষা

২৭.‌৩.‌২০—স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হো ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট



@endif