IPL Auction 2025 Live

Dilip Ghosh: 'দুয়ারে আসছে চোর', দুয়ারে সরকারকে কটাক্ষ করে কার্টুন দিলীপ ঘোষের

তৃণমূলের 'দুয়ারে সরকার' কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 'দুয়ারে সরকার'-কে 'দুয়ারে চোর' বলে খোঁচা তাঁর। আজ একটি কার্টুন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে লেখা,"অলিতে গলিতে উঠছে শোর, আপনার দুয়ারে আসছে চোর!"। কার্টুনে তিনি শাসক দলকেই আক্রমণ করেছেন।

দুয়ারে সরকারকে কটাক্ষ করে কার্টুন দিলীপ ঘোষের (Picture Source: Facebook, PTI)

কলকাতা, ১২ ডিসেম্বর: তৃণমূলের 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'দুয়ারে সরকার'-কে 'দুয়ারে চোর' বলে খোঁচা তাঁর। আজ একটি কার্টুন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে লেখা,"অলিতে গলিতে উঠছে শোর, আপনার দুয়ারে আসছে চোর!" কার্টুনে তিনি শাসক দলকেই আক্রমণ করেছেন।

‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলবে জানুয়ারি মাস পর্যন্ত। নজিরবিহীন এই উদ্যোগে দু’মাস সাধারণ মানুষের বাড়ির কাছেই শিবির গড়বে সরকারের বিভিন্ন দপ্তর। এক ছাতার তলায় মিলবে সেরা ১১টি প্রকল্পের পরিষেবা। জানানো যাবে যাবতীয় অভাব–অভিযোগ। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ৪ রাউন্ডে ২০ হাজার শিবির খোলা হবে রাজ্যজুড়ে। শিবির চলবে দু’মাস ধরে। নিচুতলার কর্মীরা থাকবেন সেখানে। আরও পড়ুন, সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে

এই 'দুয়ারে দুয়ারে সরকার'-কেই চোর বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। দুয়ারে সরকারকে টেক্কা দিতে বিজেপি শুরু করে 'আর নয় অন্যায়'-র কর্মসূচি। “আর নয় অন্যায়”-র বিশেষ প্রচার অভিযানের কর্মসূচি শুরু করেন অমিত শাহ৷ এই অভিযানকে সফল করতে তিনি 9727294294 নম্বরে মিসড কল দেওয়ার আবেদন করেছিলেন৷