Dhupguri By-Elections 2023: ৪ হাজারে হারা আসন ৪ হাজারে জিতে বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল, লোকসভা ভোটের আগে দারুণ জয় দিদির দলের, রাজ্যে রক্তরক্ষণ অব্যাহত বিজেপির
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কেন্দ্রে ভোট গণনা চলছে। গত বুধবার হওয়া ধূপগুড়ি উপনির্বাচনে ভোটদানের হার ছিল ৭৮ শতাংশ
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দারুণ জয় পেল তৃণমূল কংগ্রেস। দু বছর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনে দিদি ঝড়ের মাঝেও ধূপগুড়ি হাতছাড়া হয়েছিল তৃণমূল। সেই ধূপগুড়িতে এবার ফুটল জোড়া ফুল। লোকসভা ভোটের আগে বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিয়ে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে গেল তৃণমূল। গণনার শুরুতে পিছিয়ে থাকলেও, পরের রাউন্ডগুলিতে ব্যবধান বাড়িয়ে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় নিকটতম বিজেপি প্রার্থী তাপস রায়কে হারালেন ৪ হাজার ৮৮৩ ভোটে। দু বছর আগে বিজেপি এই কেন্দ্র জিতেছিল ৪ হাজার ৩৫৫ ভোটে।
দিনহাটা, শান্তিপুরের পর তাদের দখলে থাকা ধূপগুড়ি হাতছাড়া করে বাংলায় বিজেপি চাপে পড়ে গেল। এর মাঝে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও কিছু জায়গা বাদ দিলে একেবারে খারাপ ফল করে গেরুয়া শিবির। আরও পড়ুন- বাংলায় জমি জটে আটকে রয়েছে রেলের কাজ, জট ছাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর
গত বুধবার হওয়া ধূপগুড়ি উপনির্বাচনে ভোটদানের হার ছিল ৭৮ শতাংশ। গত ২৬ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnu Pada Ray)। বিধানসভা আসনটি খালি হয়ে যাওয়ায় এখানে উপনির্বাচন হয়।
বিজেপি-র কাছে এই উপনির্বাচন অগ্নিপরীক্ষার। কারণ তাদের ধূপগুড়ি ধরে রাখার লড়াই। আর তৃণমূলের চ্য়ালেঞ্জ হল আসন পুনরুদ্ধারের। বাম, কংগ্রেস জোটের কাছে ভোট বাড়ানোই লক্ষ্য।
আসুন দেখে নিই ধূপগুড়ির ভোট গণনা লাইভ আপডেট
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলাফল:
নির্মলচন্দ্র রায় (তৃণমূল): ৯৬, ৯৬১
তাপসী রায় (বিজেপি): ৯২,৬৪৮
ঈশ্বরচন্দ্র রায় (সিপিএম) : ১৩,৬৬৬
তৃণমূল জয়ী ৪৩১৩ ভোটের ব্যবধানে
দুপুর আড়াইটে- ধূপগুড়ি জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
দেখুন অভিষেকের টুইট
দুপুর ২টো ১০: ধূপগুড়ি উপনির্বাচনে জিতলেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। নিকটতম বিজেপি প্রার্থী তাপস রায়কে ৪ হাজার ৮৮৩ ভোটে হারালেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। দু বছর আগে বিজেপি এই কেন্দ্র জিতেছিল ৪ হাজার ৩১৩ ভোটে।
দুপুর ১টা ২০: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সপ্তম রাউন্ডের গণনা শেষ হল। কিছুটা কমল তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের লিড। এখন তৃণমূলের লিড ২ হাজার ৯৩১টি ভোট। বাকি আর তিনটি রাউন্ডের ভোট গণনা।
সপ্তম রাউন্ড শেষে ফল
দুপুর সাড়ে ১২টা: গণনার প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে থাকলেও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে এবার লিড বাড়ছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে গণনার ষষ্ঠ রাউন্ড শেষে ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল। বাকি আর চারটে রাউন্ড। দু বছর আগে এই আসনে বিজেপি জিতেছিল ৪ হাজার ভোটে।
ষষ্ঠ রাউন্ড শেষে ফল
দুপুর ১২টা: পঞ্চম রাউন্ডের গণনার পর তৃণমূলের লিড কিছুটা বেড়ে হল ৯৬২। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ২০২১ বিধানসভার গণনায় কোনও রাউন্ডেই এগিয়ে ছিল না তৃণমূল।
সকাল ১১.৪৫: ধূপগুড়িতে লড়াই সমানে সমানে, টানটান গণনায় চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের লিড ৩৬০ ভোটের। জামানত জব্দ হতে পারে কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়ের। প্রসঙ্গত, দু বছর আগে ধূপগুড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় জিতেছিলেন ৪ হাজারের বেশী ভোটে।
চতুর্থ রাউন্ড শেষ ফল
সকাল ১১.১৫টা: দশটির মধ্যে তিনটি রাউন্ডের গণনা শেষ। এবার লিড পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। পোস্টাল ব্যালট ও প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে থাকার পর এবার ১১১৯ ভোটে লিড পেল তৃণমূল।
তৃতীয় রাউন্ড শেষে ফল
তৃণমূল: 11739
বিজেপি: 10620
সকাল ১১টা: দুটি রাউন্ডের গণনা শেষ। বিজেপির লিড কিছুটা কমল। তবে প্রথম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী মিতালি রায় ১০১৫ ভোটে এগিয়ে। মোট দশ রাউন্ডের গণনা হবে। তার মানে এখনও বাকি আটটা রাউন্ড।
সকাল সাড়ে ১০টা: চলছে টানটান লড়াই। প্রথম রাউন্ডে গণনা শেষে ১৫৬৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী মিতালি রায়। পোস্টাল ব্যালেটে বিজেপি এগিয়ে ছিল ২৫৮ ভোটে। এই আসনটি দু বছর আগে বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি।
দেখুন প্রথম রাউন্ড শেষে ফল
সকাল ১০.১৫টা: ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপি নির্বাচনী পারফরম্যান্স খুব খারাপ। পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফলের আগে দিনহাটা ও শান্তিপুর বিঘানসভা উপনির্বাচনে খারাপভাবে হেরেছিল পদ্ম-শিবির। লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়িতে তাই অগ্নিপরীক্ষায় বিজেপি।
সকাল ১০টা: তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায় প্রচারে এগিয়ে ছিলেন।
সকাল সাড়ে ৯টা: পোস্টাল ব্যালেট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। পোস্টাল ব্যালটে বিজেপির লিড ২৫৮ ভোটের। বিজেপি এবার শুরু ইভিএম গণনা। চলছে টানটান লড়াই
পোস্টাল ব্যালটের ফল
বিজেপি: ৪১৮
তৃণমূল:১৬০
বামফ্রন্ট: ১২৭
সকাল ৯টা: ভোটগ্রহণ একেবারে শান্তিতে হয়। সব পক্ষই স্বীকার করে নেয় ভোট একেবারে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে।
সকাল সাড়ে ৮টা: কড়া নিরাপত্তায় শুরু ভোট গণনা
সকাল ৭টা ৫৫: গড় রক্ষার লড়াইয়ে ধূপগুড়িতে বিজেপি প্রার্থী করেছে তাপসী রায়-কে। সেখানে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেসের সমর্থনে ধূপগুড়িতে বাম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়।
২০২১ বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে সেই সময়ের বিধায়িকা তৃণমূলের মিতালি রায়কে ৪ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির টিকিটে বিধায়ক হন। তবে ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের মমতা রায়কে ২০ হাজারের বেশী ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের মিতালি রায়।