West Bengal: হেলমেট ছাড়াই বাইক নিয়ে রাস্তায় অধীর চৌধুরী, দেখুন সেই ভিডিও
সম্প্রতি বহরমপুরে উদ্বোধন হওয়া বাইপাশ কানেক্টরটি দেখতে হেলমেট ছাড়াই বাইক চালাতে দেখা যায় কংগ্রেস সাংসদকে
একদিকে যেমন পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনের কর্তারা ঠিক সেই সময়েই কংগ্রেস সাংসদ অধীর চৌধরীর দেখা মিলল বিনা হেলমেটে। মুর্শিদাবাদের বহরমপুরে হাইওয়ের ওপর দিয়ে বাইক নিয়ে ছুটে চললেন তিনি। এহেন দৃশ্য বিতর্কের সৃষ্টি করে। আইন প্রণেতারা যদি আইন ভেঙে কাজ করেন তাহলে সাধারণ জনগন কি করবে এই প্রশ্নও ওঠে।
সম্প্রতি একটি বাইপাশ কানেক্টরের উদ্বোধন করা হয়েছে।সেই বাইপাশ কানেক্টরটি এদিন নিজেই বাইক চালিয়ে দেখতে আসেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তবে হেলমেট না পড়ে আইন ভাঙার বিষয়ে উত্তর দিয়েছেন কংগ্রেস সাংসদ। তিনি জানিয়েছেন যে, যদি পুলিশ ওনাকে ফাইন করে তাহলে কোন সমস্যা নেই। কিন্তু যেখানে তিনি বাইক চালাচ্ছিলেন সেখানে কোন লোক ছিল না বলে জানান তিনি। এছাড়া একটা দীর্ঘ সময় পর তিনি বাইক চালালেন কেননা ওই জায়গাটির সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে রয়েছে বলে জানান কংগ্রেস সাংসদ।