RG Kar Hospital Incident: অভিযুক্ত সঞ্জয়ের মানসিক স্থিতি বুঝতে সিবিআইয়ের বিশেষ টিম এল কলকাতায়

আরজি কর কাণ্ডে তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয়ছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শুক্রবার তাঁর বাড়ি এবং ব্যারাকে গিয়েছিল সিবিআই।

RG Kar Accussed Sanjay Roy.jpg (Photo Credit: ANI/Twitter)

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয়ছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শুক্রবার তাঁর বাড়ি এবং ব্যারাকে গিয়েছিল সিবিআই। সঞ্জয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়। তারপরেও তাঁকে নিয়ে খটকা থেকেই যাচ্ছে সিবিআই অফিসারদের মধ্যে। তাঁর মানসিক পরিস্থিতি নিয়েও ধন্ধে রয়েছে অফিসাররা। আর তাঁর মানসিকি স্থিতি বুঝতে এবার দিল্লি থেকে নিয়ে আসা হল সিবিআইয়ের বিশেষ টিম। শনিবারেই দিল্লি থেকে এসেছে এই টিমের সদস্যরা। মূলত সঞ্জয়ের মনস্তাত্বিক পরীক্ষা করতেই তাঁরা শহরে এসেছ। মূলত তাঁর সঙ্গে কথাবার্তা বলে ব্যবহার ও অভ্যাস পরীক্ষা করবে এই বিশেষ টিম। অন্যদিকে এই ঘটনায় আরজি কর হাসপাতালের কে শুক্রবার ম্যারাথন জেরা করেছে সিবিআই।

সূত্রের খবর, এই জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। যে কারণে শনিবার তাঁকে ফের জেরার মুখে পড়তে হয়। এদিন তিনি জানান, আমায় সিবিআই গ্রেফতার করেনি। সন্দীপ ছাড়াও চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দিন কর্তব্যরত চিকিৎসক, চিকিৎসাকর্মী, নিরাপত্তারক্ষী, স্থানীয় থানার ওসি সহ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জেরা করে ফেলেছে সিবিআই আধিকারিকরা। তবে সঞ্জয় ছাড়া এখনও পর্যন্ত আর কেউ গ্রেফতার হয়নি। এদিকে এই ঘটনা নিয়ে এখন কলকাতা সহ বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাঁর ডিপার্টমেন্টের সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক ব্যক্তি এই ধর্ষণকাণ্ডে জড়িত রয়েছে।



@endif