Sandip Ghosh: সমস্যা আরও বাড়তে চলেছে, সিবিআইয়ের চার্জশিটে সবার ওপরে সন্দীপ ঘোষের নাম

জুনিয়র চিকিৎসকের মৃত্যুর তদন্তে কতটা অগ্রগতি হল সেই বিষয়ে এখনও কিছু জানা না গেলেও আরজি করে দুর্নীতি মামলায় শুক্রবারেই চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই।

জুনিয়র চিকিৎসকের মৃত্যুর তদন্তে কতটা অগ্রগতি হল সেই বিষয়ে এখনও কিছু জানা না গেলেও আরজি করে (RG Kar Medical College and Hospital) দুর্নীতি মামলায় শুক্রবারেই চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। জানা যাচ্ছে, এদিন বেলা ২টোর কিছু পরে আদালতে এসে ৫০০ পাতার নথি জমা দেন সিবিআই আধিকারিকেরা। আর এই চার্জশিটের সবার ওপর নাম রয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সূত্রের খবর, সন্দীপ ছাড়াও বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি, আশিষ পাণ্ডের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে আফসার সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের একটি সেমিনার রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলা জুনিয়র চিকিৎসকের দেহ। এই ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন হাসপাতালের একাধিক চিকিৎসকেরা। শুরু হয় প্রতিবাদ। এমনকী এই প্রতিবাদে সামিল হন রাজ্যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষ। বাধ্য হয়ে এই মামলার দায়িত্ব হাইকোর্টের নির্দেশে দেওয়া হয় সিবিআইকে। তারপরেই জুনিয়র চিকিৎসকের খুনের মামলার পাশাপাশি আরজি করে দুর্নীতি নিয়েও পৃথকভাবে তদন্ত শুরু করে সিবিআই।