Dilip Ghosh: 'সরকারের উপর ভরসা না করে সাধারণ মানুষেরও উচিত এগিয়ে আসা', দা-কুড়ুল নিয়ে রাস্তায় গাছ কাটতে নামলেন দিলীপ ঘোষ
আম্ফান (Amphan Cyclone) তাণ্ডবের পর পেরিয়ে গেছে ১০০ ঘণ্টারও বেশি সময়। এখনও বিদ্যুৎহীন কলকাতার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় নেমে রীতিমত বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাস্তায় নেমেছে সেনা কিন্তু বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিইএসসি কর্মীরা বিদ্যুৎ সংযোগ দিতে বারবার সমস্যায় পড়ছেন। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
২৫ মে, কলকাতা: আম্ফান (Amphan Cyclone) তাণ্ডবের পর পেরিয়ে গেছে ১০০ ঘণ্টারও বেশি সময়। এখনও বিদ্যুৎহীন কলকাতার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় নেমে রীতিমত বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাস্তায় নেমেছে সেনা কিন্তু বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিইএসসি কর্মীরা বিদ্যুৎ সংযোগ দিতে বারবার সমস্যায় পড়ছেন। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আরও পড়ুন: Dilip Ghosh: আম্ফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগণা পরিদর্শনে যাওয়ার পথে দিলীপ ঘোষকে রাস্তায় আটকাল পুলিশ
সোমবার সকালে রাস্তায় নেমে নিজেই গাছ সরানোর উদ্যোগ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাদা হাফ প্যান্ট এবং টি-শার্টে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাস্তায় উপরে পড়ে থাকা একের পর এক গাছ দা, কুরুল নিয়ে নিজের হাতেই সরালেন দিলীপ ঘোষ। বিধান নগর AJ ব্লকে বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে আম গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন তিনি। AJ ব্লকের আশেপাশে আরও কয়েকটি ব্লকেও দলীয় কর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করলেন দিলীপ ঘোষ।
সল্টলেকের একাধিক রাস্তায় গাছ পড়ে রয়েছে। এদিকে বেশিরভাগ বাড়িই হয়তো ফাঁকা পড়ে রয়েছে কিংবা থাকেন বয়স্ক মানুষেরা। তাই নিজের হাতেই তুলে নিলেন দা-কুড়ুল। দলীয় কিছু কর্মীদের ডেকে নিজেই রাস্তা পরিষ্কার করা শুরু করলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, শুধুমাত্র সরকারের উপর ভরসা করে থাকলে চলবে না। কারণ আম্ফান ঘূর্ণিঝড়রের পর ৪ দিনের বেশি সময় কেটে গেছে। এখনও জল-বিদ্যুতের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। তাই সকলের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাইলেন দিলীপ ঘোষ, ‘সরকারের উপর ভরসা করে বসে থাকলে হবে না, সাধারণ মানুষেরও উচিত রাস্তায় নেমে সমস্যার সমাধান করার।’