BJP Protest Outside Lal Bazar: বিজেপির লালবাজার অভিযান ঘিরে তুমুল অশান্তি, কাঁদানে গ্যাসে অসুস্থ সুকান্ত

বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। এরপরেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার।

BJP Protest Outside Lal Bazar (Photo Credits: ANI)

ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে গিয়ে আকট হয়েছেন বহু মানুষ। বিক্ষোভকারীদের লালবাজার তুলে নিয়ে যায় পুলিশ। আটক হওয়া আন্দোলনকারীদের ছাড়াতে দুপুরের পড়েই লালবাজার ঘেরাও অভিযান চালায় বিজেপি (BJP)। মিছিলে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), রুদ্রনীল (Rudranil Ghosh), লকেটরা (Locket Chatterjee)। তবে লালবাজারের কিছুটা আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপির লালবাজার অভিযান ঘিরে বাধল ধুন্ধুমার। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, ধ্বস্তাধস্তি।

মিছিল যাতে এগোতে না পারে তার জন্যে রাস্তায় বড় বড় ব্যারিকেট দেয় পুলিশ। ব্যারিকেট পার করতে না পেরে রাস্তায় বসে পড়েই স্লোগান তুললেন সুকান্তরা। আরজি করের বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান ওঠে মিছিল থেকে।

লালবাজারের আগেই আটকানো হল বিজেপির মিছিল... 

কিছুক্ষণের মধ্যেই বদলে যায় সেই পরিস্থিতি। পুলিশের ব্যারিকেট, গার্ডরেল ঠেলে এগোতে উদ্যত হয় বিজেপির কর্মী সমর্থকেরা। প্রতিরোধের চেষ্টা চালায় পুলিশ। শেষমেশ সামাল দিতে না পেরে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। এরপরেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁকে গাড়ি করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।