কলকাতা: সংসদে প্রশ্নের বদলে টাকা নেওয়ার (bribery issue) অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিরুদ্ধে। শুক্রবার এই বিষয়ে তাঁকে আক্রমণ করলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP leader Agnimitra Paul)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "তিনি (মহুয়া মৈত্র) 'বস্ত্রহরণ'(vastraharan)-এর কথা বলছেন। তিনি আমাদের ঈশ্বর মা কালী (Godess Maa Kali) ও আমাদের 'নারী শক্তি' (nari shakti)-কে গালাগালি দিয়েছেন। এখন, যখন তিনি দেখছেন যে তিনি পালাতে (escape) পারবেন না, তিনি দেশের নিরাপত্তা (nation's security) নিয়ে খেলেছেন, তখন তিনি বিষয়টি পরিবর্তন করতে চান। কিন্তু, কিছু হবে না মহুয়া মৈত্র, আপনাকে বরখাস্ত (sack) করা হবে। আমাদের দাবি মহুয়া মৈত্রকে বরখাস্ত করুন।" আরও পড়ুন: Kunal Ghosh On Ration Scam: ইডি ও সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণ, ভিডিয়োতে শুনুন কুণাল ঘোষের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
VIDEO | "She (Mahua Moitra) is talking about 'vastraharan', she abused Maa Kali, our God, our 'nari shakti'. Now, when she is seeing that she can't escape, she has played with the nation's security, she wants to change the narrative. But nothing will happen Mahua Moitra, you will… pic.twitter.com/H4eyrwYxC9
— Press Trust of India (@PTI_News) November 3, 2023