Birbhum violence: 'সিট গঠন করে তদন্ত ধামাচাপা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী', রামপুরহাট 'গণহত্যায়' তোপ দিলীপের
বগটুইকাণ্ড নিয়ে দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করলেও, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আপাতত দিল্লিতেই রয়েছেন। বগটুইকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেও, দিলীপ ঘোষ কেন বীরভূম থেকে দূরে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।
দিল্লি, ২৫ মার্চ: রামপুরহাটকাণ্ডে (Rampurhat) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেয়, সে বিষয়েও কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে নির্দেশ। রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বলেন, রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক, বারবার এমনই দাবি করছিলেন প্রত্যেকে। বগটুই হত্যার তদন্তে সিট গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত প্রক্রিয়াকে দমন করতে চাইছেন বলে অভিযোগ করেন দীলীপ। বগটুইয়ে নীরিহ মানুষের প্রাণ গিয়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই এ বিষয়ে নিজেদের গাফলতি স্বীকার করছে না বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
তবে বগটুইকাণ্ড নিয়ে দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করলেও, বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি আপাতত দিল্লিতেই রয়েছেন। বগটুইকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেও, দিলীপ ঘোষ কেন বীরভূম থেকে দূরে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।
আরও পড়ুন: Rampurhat Incident: 'দানবরাজ' চলছে, রাজ্যকে 'ধ্বংস' করছেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগরে দিলেন অধীর
যদিও সংসদের অধিবেশন চলাকালীন দিলীপ ঘোষ সব সময় দিল্লিতেই থাকেন বলে মন্তব্য করেন। সংসদের অধিবেশন শেষ হলে আগামী মাসে দিলীপ কলকাতায় ফিরবেন বলে জানা যাচ্ছে।