Dilip Ghosh: ভবানীপুরে ধুন্ধুমার, যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, বিজেপি কর্মীর মাথা ফাটার অভিযোগ
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারে গিয়ে বড় বিক্ষোভের মধ্যে পড়লেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। তৃণমূল সমর্থকরা তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর: ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কেন্দ্রে প্রচারে গিয়ে বড় বিক্ষোভের মধ্যে পড়লেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। তৃণমূল সমর্থকরা তাঁকে ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান দেন। সোমবার ভবানীপুরের এক টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভোটপ্রচার করেন দিলীপ ঘোষ।
এমন অভিযোগ করে তৃণমূলের অভিযোগ, দিলীপ ঘোষ স্থানীয় এক তৃণমূল নেতাকে ধাক্কা দেন। এরপরেই নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ দিলীপ ঘোষকে হেনস্থাও করা হয়েছে। মেদিনীপুরের হাই প্রোফাইল সাংসদকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি রাজ্যের শাসক দলের কর্মীদের হামলার জেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। দিলীপ ঘোষ বলেন, 'ভবানীপুরে তৃণমূল হারতে চলেছে। সেই কারণেই ওরা হামলা চালিয়েছে। এই নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)।
দেখুন টুইট
ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভোটে জিততেই হবে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। যদুবাবুর বাজারে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করার কথা শুভেন্দু অধিকারীর। েপি প্রার্থীর হয়ে প্রাচর কর