Adhir Ranjan Chowdhury: প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীর উপর চড়াও অধীর, বিজেপির 'এজেন্ট' বলে কটাক্ষ কুণালের
গো ব্যাক স্লোগান শুনে চোটে যান অধীর। ছুটে মারতে আসেন। চলে ধ্বস্তাধস্তি। তৃণমূলের ওই কর্মীর গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। ঘটনার তীব্র নিন্দা করছে শাসক শিবির।
শনিবার সকালে বহরমপুরে প্রচারে বেরিয়ে তৃণমূলের এক কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়ালেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এদিন সকালে প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই গান্ধী কলোনি এলাকায় তাঁকে দেখে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মীরা। আর তাতেই চোটে যান অধীর। ছুটে মারতে আসেন। চলে ধ্বস্তাধস্তি। তৃণমূলের ওই কর্মীর গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। ঘটনার তীব্র নিন্দা করছে শাসক শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kumal Ghosh) অধীরকে বিজেপির 'এজেন্ট' বলে নিশানা করেছেন।
এদিন গান্ধী কলোনি এলাকায় অধীরের সঙ্গে তৃণমূল কর্মীদের ধ্বস্তাধস্তির দৃশ্য ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বহরমপুর প্রার্থী অধীরের নিন্দায় মুখ খুলেছে তৃণমূল। কুণাল বললেন, 'অধীর রঞ্জন চৌধুরী যা করেছেন অত্যন্ত খারাপ কাজ করেছেন। একজন তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলা করেছেন। কংগ্রেস কর্মীরাই উসকানি দিয়েছেন'। গো ব্যাক স্লোগানের পরিপ্রেক্ষিতে গায়ে হাত তোলার বিষয়টি একেবারেই গ্রহণীয় নয় বলে উল্লখ করেছেন কুণাল। কংগ্রেসকে বিজেপির 'এজেন্ট' বলে আক্রমণ শানিয়ে তিনি আরও বললেন, এটাই কংগ্রেসের রুচি, তৃণমূল কর্মীর উপর হাত চালানো।
ঘটনার সিসিটিভি ফুটেজ...
ধ্বস্তাধস্তির ঘটনার পরেই অধীরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। পুলিশের সহায়তায় পাঁচবারের সাংসদকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।