Haryana Election Result:'ঔদ্ধত্যই পতনের কারণ', হরিয়ানার মসনদ হাতছাড়া হতেই কংগ্রেসকে বিঁধছেন জোট শরিকেরা

এই হার যেন কিছুতেই মানতে পারছে না কংগ্রেস শিবির। একগুচ্ছ যুক্তি খাঁড়া করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস।

সাকেত গোখলে (Photo Credit: X@Saket Gokhale)

নয়াদিল্লিঃ হরিয়ানায়(Haryana Election)কংগ্রেসের(Congress) মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি(BJP)। এই হার যেন কিছুতেই মানতে পারছে না কংগ্রেস শিবির। একগুচ্ছ যুক্তি খাঁড়া করে নির্বাচন কমিশনের(Election Commission)দ্বারস্থ হয়েছে রাহুল গান্ধীর(Rahul Gandhi) কংগ্রেস। বিজেপির সামনে যখন মুখ থুবড়ে পড়েছেন রাহুল গান্ধীরা, তখন পাশে থাকা তো দূর বরং কাঁটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে জোটসঙ্গীরা। কংগ্রেসের ঔদ্ধত্যকেই এই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। মঙ্গলবার ছিল হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। এ দিন শুরুতে বিজেপির থেকে একাধিক আসনে এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই ছন্দপতন হয় কংগ্রেসের। হরিয়ানায় শেষমেশ ওঠে গেরুয়া ঝড়। আর এই হারের জন্য কংগ্রেসকেই দায়ী করছেন ইন্ডিয়া জোটের শরিকরা। এ দিন ফলপ্রকাশের পর কংগ্রেসের হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে এক্স হ্য়ান্ডেলে লেখেন, “কংগ্রেসের এই হারের অন্যতম কারণ হল আঞ্চলিক দলগুলির সঙ্গে হাত না মেলানোর মনোভাব। ঔদ্ধত্য ও আঞ্চলিক দলগুলিকে খাটো চোখে দেখাই বিপর্যয়ের অন্যতম কারণ। এই হার থেকে শিক্ষা নেওয়া উচিত।” অন্যদিকে কংগ্রেসের হারের পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। উর্দুতে কয়েকটি লাইন লিখে পোস্ট করেন তিনি। যার তর্জমা করলে দাঁড়ায়, "যদি আমার ইচ্ছার গুরুত্ব দেওয়া হত, তবে বিষয়টা অন্য হতে পারত…" এক কথায় কংগ্রেসের এই দুর্দিনে যে পাশে নেই জোট শরিকেরা তা স্পষ্ট।

হরিয়ানার মসনদ হাতছাড়া হতেই কংগ্রেসকে বিঁধছেন জোট শরিকেরা