TMC Fact Finding Committee: বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির সত্য়ানুসন্ধান কমিটি, পাল্টা মণিপুরে হিংসা নিয়ে তৃণমূলের সত্য়ানুসন্ধান কমিটি
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে চারজনের সত্য়ানুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। পাল্টা মণিপুর হিংসা নিয়ে সত্য়ানুসন্ধান কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস।
কলকাতা, ১০ জুলাই: সত্যের খোঁজের কমিটি গড়ে চাপ, পাল্টা চাপ। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে চারজনের সত্য়ানুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। পাল্টা মণিপুর হিংসা নিয়ে সত্য়ানুসন্ধান কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সত্য়ানুসন্ধান কমিটিও চার সদস্যের। উত্তর পূর্ব ভারতের রাজ্যে হিংসা নিয়ে তৃণমূলের সত্য়ানুসন্ধান কমিটিতে আছেন দলের চার হেভিওয়েট সাংসদ। কমিটির সদস্যরা হলেন- ডেরেক ও'ব্রায়েন (রাজ্যসভার সাংসদ), কল্য়াণ বন্দ্য়োপাধ্যায় (শ্রীরামপুরের সাংসদ), কাকলি ঘোষ দস্তিদার (বারাসতের সাংসদ) ও দোলা সেন (রাজ্যসভার সাংসদ)।
আগামী ১৪ জুলাই,শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল সহ হিংসা কবলিত অঞ্চলে যাচ্ছে তৃণমূলের সত্য়ানুসন্ধান কমিটির চার সদস্যের দল। মণিপুরে বিজেপি শাসিত রাজ্যে ভয়াবহ হিংসায় দেড়শোরও বেশী মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া হয়েছেন অন্তত কুড়ি হাজার। এখনও বহু মানুষ ত্রান শিবিরে আছেন। দেড় মাসেরও বেশী সময় রাজ্যে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এবার সেই দালি তুলতে চলেছে তৃণমূল। আরও পড়ুন-উপনির্বাচনের মাঝে মুর্শিদাবাদ থেকে উদ্ধার ৩৫টি তাজা বোমা
মণিপুরে ঠিক কী কারণে হিংসা, সেখানকার অবস্থা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট তুলে দেবেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, দোলা সেন-রা। ইতিমধ্যেই মণিপুরে গিয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতা এর আগে মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছিলেন। মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও মন্তব্য না করা নিয়ে বিরোধীরা সমালোচনায় সোচ্চার হয়েছেন।
দেখুন টুইট
অন্যদিকে, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি (BJP)। বাংলার গ্রামীণ ভোটে হিংসা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়া চার সদস্যের কমিটিতে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, শিলচরের সাংসদ রাজদীপ রায় ও দলের জাতীয় সহ সভাপতি রেখা ভর্মা। চলতি সপ্তাহেই বাংলায় আসছে বিজেপির সত্যানুসন্ধান দল। হিংসা কবলিত অঞ্চল ঘুরে দেখে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে রিপোর্ট দলের সভাপতিকে জমা দেবেন সত্যানুসন্ধান কমিটির সদস্যরা। বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত্যু ১৮-তে গিয়ে দাঁড়িয়েছে। আর