New Alipore: তপসিয়ার পর নিউ আলিপুর, বিধ্বংসী আগুনে পুড়ে ছাঁই বস্তির একের পর এক ঝুপড়ি
শুক্রবারের পর এবার শনিবার। এবার নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নীচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ব্রিজের ওপরেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে।
শুক্রবারের পর এবার শনিবার। এবার নিউ আলিপুরে (New Alipore) দুর্গাপুর সেতুর নীচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ব্রিজের ওপরেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫ থেকে ১৬টি ইঞ্জিন রয়েছে। এছাড়া নিউ আলিপুরের সেনা ছাউনি থেকে একাধিক জওয়ান এসে আগুন নেভানো ও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন। সূত্রের খবর, আগুনের জন্য ওই ব্রিজে আপাতত যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধের দিকে আচমকাই একটি ঝুপড়িকে আগুন লেগে যায়। আর তারপরেই বাকি ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। আর আগুন লাগার কারণে ঝুপড়িগুলি থেকে বিস্ফোরণের শব্দ বাইরে আসতে থাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিন্ডার ফেঁটে যাওয়ার কারণেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রথমদিকে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে এসেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।