Twitter: টুইটারে আসতে পারে আপভোট ও ডাউনভোটের মতো চমকপ্রদ ফিচার
নতুন ফিচার সংযোজন করতে চলেছে টুইটার। আনা হচ্ছে আপভোট ও ডাউনভোট বাটন। 'ডাউনভোট' যা খানিকটা ডিজলাইক বাটনের মতো। টুইটারে কোনও পোস্টে আপভোট ও ডাউনভোট করা যাবে। হার্ট ইমোজি, আপ অ্যারো, ডাউন অ্যারো,থাম্বস আপ ও থাম্বস ডাউনের সংযোজন করছে টুইটার। আপাতত পরীক্ষামূলকভাবে কিছু iOS ব্যবহারকারীদের ওপর তা পরীক্ষা করা হবে বলে টুইটার জানিয়েছে।
নতুন দিল্লি, ২২ জুলাই: নতুন ফিচার সংযোজন করতে চলেছে টুইটার (Twitter)। আনা হচ্ছে আপভোট (Upvote) ও ডাউনভোট (Downvote) বাটন। 'ডাউনভোট' যা খানিকটা ডিজলাইক বাটনের মতো। টুইটারে কোনও পোস্টে আপভোট ও ডাউনভোট করা যাবে। হার্ট ইমোজি, আপ অ্যারো, ডাউন অ্যারো,থাম্বস আপ ও থাম্বস ডাউনের সংযোজন করছে টুইটার। আপাতত পরীক্ষামূলকভাবে কিছু iOS ব্যবহারকারীদের ওপর তা পরীক্ষা করা হবে, বলে টুইটার জানিয়েছে।
বৃহস্পতিবার টুইটার জানিয়েছে,"বেছে নেওয়া কিছু iOS টুইটার ব্যবহারকারীরা আপভোট ও ডাউনভোট অপশন ব্যবহার করতে পারবেন। এগুলি ব্যবহার করার পর ব্যবহারকারীদের কী প্রতিক্রিয়া হয় আমরা তা দেখব। তাদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে আমরা ভবিষ্যতে কাজ করতে পারব।" মাইক্রোব্লগিং সংস্থা আরও জানিয়েছে,"ডাউনভোট অপশনটি সকলে দেখতে পাবেন না। যে টুইট পোস্ট করবে শুধুমাত্র তাকেই দেখানো হবে। তবে আপভোট অপশনটি সকলেই দেখতে পাবে।" তবে ডাউনভোটের জন্য কমেন্টে কোনও প্রভাব পড়বে না বলে জানা যায়। আরও পড়ুন, 'স্পেস কলোনি' বানানোর লক্ষ্যে আগামিকালই মহাকাশে উড়তে চলেছেন জেফ বেজস
মাইক্রোব্লগিং সংস্থা টুইটার জানাচ্ছে, এটি শুধুমাত্র পরীক্ষামূলকভাবেই করা হচ্ছে। এখনই সকলের জন্য নতুন ফিচার আনার ভাবনাচিন্তা নেই। এটি ডিজলাইক বাটনের মতো হলেও সরাসরি ডিজলাইক অপশন নয়। কোনও পোস্ট ভাল না লাগলে অন্যরা ডাউনভোট করে তা জানাতে পারেন। তবে ডাউনভোটের সংখ্যা কত তা দেখতে পারবেন একমাত্র যিনি পোস্ট করছেন তিনিই। সকলে তা দেখতে পাবেন না।
এর আগে গত বছর নভেম্বরে পরীক্ষামূলকভাবে ফেসবুক ইমোজি টুইটারে ব্যবহার করা হয়েছিল। এবারও পরীক্ষামূলকভাবে নতুন ফিচার যোগ কর হচ্ছে।