WhatsApp: ভুল মেসেজ পাঠিয়েছেন? মুছে ফেলার ২ দিন সময় দিল Whatsapp
ইউজারদের পাঠানো বার্তা মোছার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিল মেটার মেসেজিং অ্যাপ Whatsapp। delete sent Message নামের নতুন অপশন চালু করার কথা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
সান ফ্রান্সিসকো: ইউজারদের পাঠানো বার্তা মোছার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিল মেটার মেসেজিং অ্যাপ Whatsapp। delete sent Message নামের নতুন অপশন চালু করার কথা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
Whatsapp-এর টুইট
টুইটার পোস্টে লেখা হয়েছে, "বন্ধুকে Whatsapp-এ এমন বার্তা দিয়েছেন, যা আপানাকে বেশ ভাবাচ্ছে। নিজেকে সংসোধন করার জন্য এখানে দিন দুয়েক সময় পেয়ে যাবেন। তার মধ্যেই পাঠিয়ে দেওয়া বার্তা আপনাকে মুছে ফেলতে হবে।"
মেসেজ পাঠানোর ২ দিন ১২ ঘণ্টা সময়ের মধ্যে বার্তা মুছে ফেলার অনুমতি ইউজারদের দিচ্ছে Whatsapp। আগে এই সময়সীমা ছিল ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। Whatsapp-এ খুব শিগগির এই ফিচার আসতে চলেছে। একবার এসে গেলেই ইউজাররা অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার সুযোগ পেয়ে যাবেন।