Hogwarts Legacy: টেক দুনিয়ায় হ্যারি পটার, ইউটিউবে আসছে নয়া গেম; হগওয়ার্টস লেগ্যাসি

“হ্যারি পটার”, নাম শুনেই চোখের সামনে রহস্যে মোড়া হগওয়ার্টস স্কুল ভেসে উঠেই মিলিয়ে গেল। তবে চমকের এখনও অনেক কিছু বাকি পড়ে আছে। আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে “হ্যারি পটার আরপিজি।”

PlayStation State of Play Hogwarts Legacy (Photo Credits: PlayStation)

“হ্যারি পটার”, নাম শুনেই চোখের সামনে রহস্যে মোড়া হগওয়ার্টস স্কুল ভেসে উঠেই মিলিয়ে গেল। তবে চমকের এখনও অনেক কিছু বাকি পড়ে আছে। আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে “হ্যারি পটার আরপিজি।” টেক জায়ান্ট সোনি ও WB গেমসের প্রোযোজনায় “হগওয়ার্টস লেগ্যাসি”  (Hogwarts Legacy) এবার ভিডিও গেমস। স্টেট অফ প্লে-র এই নয়া গেম দেখতে হলে আগামী শুক্রবার সন্ধ্যা পাঁচটায় স্ট্রিমিং দেখতে চোখ রাখুন প্লে স্টেশন টুইচ ও ইউটিউবে ।

গতবছর ২০২১-এ“হগওয়ার্টস লেগ্যাসি”র মুক্তি নির্ধারিত হলেও কোভিড জটিলতার কার্ণে নির্মাতা সংস্থা এই বিশেষ গেমের মুক্তি এক বছর পিছিয়ে দেয়। তবে প্লে স্টেশন টুইচ ও ইউটিউব ছাড়াও PS4, Xbox One, Xbox Series X এবং PC-তে মিলবে“হগওয়ার্টস লেগ্যাসি”।