IPL Auction 2025 Live

Facebook Launches ‘Ray-Ban Stories’ Smart Glasses: এবার পুজোয় বাজার মাতাবে Facebook-এর স্মার্ট চশমা ‘Ray-Ban Stories’, কত দাম জানেন?

টেক জায়ান্ট Facebook এবার গাঁটছড়া বাঁধল বিখ্যাত চশমা সংস্থা রে-ব্যানের সঙ্গে৷ ব্যবসায়িক উন্নতিতে যখন সংযুক্তি তখন তো নতুন কিছু বাজারে আসছে, বেশ বোঝা যায়৷ হয়েছেও তাই, রে-ব্যান ও Facebook যৌথভাবে বাজারে আনছে প্রথম স্মার্ট চশমা৷

Ray-Ban Stories Smart Glasses (Photo Credits: Ray-Ban)

সান ফ্রান্সিসকো, ১০ সেপ্টেম্বর: টেক জায়ান্ট Facebook এবার গাঁটছড়া বাঁধল বিখ্যাত চশমা সংস্থা রে-ব্যানের সঙ্গে৷ ব্যবসায়িক উন্নতিতে যখন সংযুক্তি তখন তো নতুন কিছু বাজারে আসছে, বেশ বোঝা যায়৷ হয়েছেও তাই, রে-ব্যান ও Facebook যৌথভাবে বাজারে আনছে প্রথম স্মার্ট চশমা৷ নাম দিয়েছে Ray-Ban Stories৷ Ray-Ban ছাড়াও Facebook একই সঙ্গে EssilorLuxottica-র সঙ্গেও জোট বেঁধেছে৷ স্মার্ট চশমা Ray-Ban Stories মোট ২০-রকম স্টাইলে পাওয়া যাবে৷ এর মূল্য ধার্য হয়েছে ২৯৯ মার্কিন ডলার৷ অনলাইনে কিনতে পারেন Ray-Ban Stories৷ এছাড়া দোকান থেকে কেনা য়াবে শুধু আমেরিকা, কানাডা, আয়ার্ল্যান্ড, ইটালি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে৷  আরও পড়ুন-9/11 Attacks: ২০ বছর পরেও টাটকা ৯/১১- হামলার ক্ষত, মার্কিন মুলুকে প্রিয়জনদের শ্রদ্ধা জ্ঞাপন

এই Ray-Ban Stories-এর ফিচার্সের মধ্যে অন্যতম হল, দুটি ফ্রন্ট 5MP facing camera৷ এই দুটি ক্যামেরা ছবি ও ভিডিও তোলার জন্য চশমার কাচে থাকছে একটি বাটনও৷ রেকর্ডিংয়ের সময় এই বাটন প্রেস করতে হবে৷ অথবা মুখে “Hey Facebook, take a video”, বললেও শুরু হয়ে যাবে রেকর্ডিং৷ দু’চোখ ভরে যা দেখছেন সবই রেকর্ড করতে পারবেন সহজে৷ ফেসবুক সহযোগী ভয়েস কম্যান্ড অথবা ক্যাপচার বাটনের সাহায়্যে ৩০ সেকেন্ডের ভিডিও করা যাবে৷ ছবি বা ভিডিও তোলার সময় চশমায় জ্বলবে LED আলো৷ যা দেখে আশপাশের মানুষ বিষয়টি বুঝে যাবে৷

নতুন ফেসবুক ভিউ অ্যাপের সঙ্গে এই Ray-Ban Stories-এর যোগ রয়েছে৷ তাই Ray-Ban Stories ইউজার সহজেই ছবি ভিডি বন্ধুদের শেয়ার করতে পারবেন৷ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারবেন৷ classic Ray-Ban styles - Wayfarer, Wayfarer Large, Round এবং Meteor- এতগুলো স্টাইলে মিলবে এই চশমা৷ এদিকে clear, sun, transition এবং prescription ছাড়াও লেন্সের ক্ষেত্রে থাকছে পাঁচ রকম রং৷