জানেন কী, বাজার থেকে উধাও বিএসএনএল-এর এই ট্যারিফ প্ল্যান?

কোনওরকম পূর্ব ঘোষণা ছাড়াই বাজার থেকে পাঁচটি ট্যারিফ প্ল্যান তুলে নিল বিএসএনএল। এই তালিকায় রয়েছে  ৩৩৩, ৩৩৯, ৩৭৯, ৩৯২ এবং ৪৪৪ টাকার পাঁচটি ট্যারিফ ভাউচার, এগুলির মাধ্যমে আর রিচার্জ করা যাবে না।৩৭৯ টাকার প্ল্যানে আবার রোজ পাওয়া যেত চার জিবি ডেটা। এর মেয়াদ ছিল ৩০ দিন। সবমিলিয়ে বেশ বিপাকে বিএসএনএল-এর গ্রাহকরা।

fi;e photo(Image credit:Twitter)

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL)-গ্রাহকদের জন্য দুঃসংবাদ,

এতদিন পর্যন্ত ৩৯২ এবং ৪৪৪ টাকার প্ল্যান দুটিতে দিনপিছু যথাক্রমে তিন জিবি ও চার জিবির ডেটা মিলত। তবে দুটি ট্যারিফেই একই নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যেত। বিনামূল্যে মিলত EROS Now-এর সাবস্ক্রিপশনও। কিন্তু টেলিকম টক-এর তরফে জানানো হচ্ছে, বিএসএনএল ঠিক কেন এই প্ল্যানগুলি বাজার থেকে সরিয়ে নিল, তার কারণ জানা যায়নি। তবে নেটওয়ার্কের মধ্যে ভয়েস কলে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এই টেলিকম সংস্থার। ডেটা পরিষেবাতে সন্তুষ্ট হলেও ইদানীং অনেক গ্রাহকই ভয়েস কলের সীমিত অফারে না-খুশ। ফলে এই প্ল্যানগুলির চাহিদাও কমছিল। সেই কারণেই হয়তো নতুন করে ট্যারিফ সাজাতে চলেছে বিএসএনএল। তবে ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল, জিওর সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে সম্প্রতি স্বল্পমূল্যের কয়েকটি প্ল্যানের কথাও ঘোষণা করেছে এই সংস্থা।

অন্যদিকে ৩৩৩ টাকার স্পেশ্যাল প্ল্যানটিতে নিজেদের নেটওয়ার্কের মধ্যে আনলিমিটেড ভয়েস কলের অফার ছিল। পাশাপাশি দিনপিছু তিন জিবি ইন্টারনেট ডেটা পেতেন গ্রাহকরা। শুধু তাই নয়, ৪৫ দিনের মেয়াদ-যুক্ত এই ট্যারিফে রিচার্জ করলে EROS Now-এর সাবস্ক্রিপশনও পেতেন তাঁরা। ৩৩৯ টাকার স্পেশ্যাল প্ল্যানটির মেয়াদ ছিল ২৬ দিনের। যেখানে প্রতিদিন তিরিশ মিনিট পর্যন্ত সমস্ত নেটওয়ার্কে এসটিডি কল ফ্রি ছিল। এই ট্যারিফেও দিনে তিন জিবি ডেটা পেতেন গ্রাহকরা। ৩৭৯ টাকার প্ল্যানে আবার রোজ পাওয়া যেত চার জিবি ডেটা। এর মেয়াদ ছিল ৩০ দিন। সবমিলিয়ে বেশ বিপাকে বিএসএনএল-এর গ্রাহকরা।