Zimbabwe Cricket: ৪০৮ করে ৩০৪ রানে জয় জিম্বাবোয়ের, একটুর জন্য রক্ষা ভারতের রেকর্ড

বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানে হারাল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৪০৮ রান। জবাবে আমেরিকার ইনিংস ২৫.১ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়।

ZIMBABWE SCORED 400 FOR THE FIRST TIME IN ODI.

বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানে হারাল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৪০৮ রান। জবাবে আমেরিকার ইনিংস ২৫.১ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড। ওয়ানডে-তে সবচেয়ে বড় রানের জেতার রেকর্ডটা ভারতের দখলে। চলতি বছর তিরুবন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারায় টিম ইন্ডিয়া। একটুর জন্য রোহিত শর্মাদের সেই সবচেয়ে বড় জয়ের গৌরবের রেকর্ড অক্ষত থাকল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিনশোর বেশী রানে জয়ের রেকর্ড গড়ল জিম্বাবোয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সহ গ্রুপের চারটি ম্যাচই জিতে সুপার সিক্সে উঠল সিকান্দার রাজার দল। সুপার সিক্সে জিম্বাবোয়ে এবার খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমানের বিরুদ্ধে। অন্যদিকে, গ্রুপের সব ম্য়াচ হেরে বাছাই পর্ব থেকে বিদায় নিল আমেরিকা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম দেশ হিসেবে ৪০০ রানের ইনিংস গড়ে জিম্বাবোয়ে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তাদের দেশের সর্বোচ্চ রানের ইনিংস গড়ল আফ্রিকার এই দেশ। সোমবার হারারাতে আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে করল ৬ উইকেটে ৪০৮ রান। পাকিস্তানের আগেই ওয়ানডে-তে ৪০০ রানের ইনিংস গড়ার নজির গড়ে ফেলল জিম্বাবোয়ে। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে একটা ম্যাচে ৪০০ বা তার বেশী রানের ইনিংস সবচেয়ে বেশীবার গড়ছে ইংল্যান্ড (৫ বার)।

দেখুন টুইট

এদিন জিম্বাবোয়ের এই রেকর্ড রানের পিছনে বড় অবাদন নিলেন অধিনায়ক হিসেবে নামা সিন উইলিয়ামস। ১০১ বলে ১৭৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন উইলিয়াসমস। তিনি মারলেন ২১টি বাউন্ডারি, ৫টি ভার বাউন্ডারি। সিনকে যোগ্য সঙ্গত দেন সিকান্দার রাজা (২৭ বলে ৪৮)। শেষের দিকে ১৬ বলে ৪৭ রানের ক্যামিও খেলে দলের রানকে ৪০০ টপকাতে সাহায্য করেন রায়ান ব্রুল।