Wiaan Mulder: অধিনায়কত্বের অভিষেকে ৪০০ রানের দোরগড়ায় দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার, লারার বিশ্বরেকর্ড ভাঙার মুখে প্রোটিয়া ক্যাপ্টেন
দ্বিতীয় ইনিংসে লাঞ্চে মুলডার ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত আছেন। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ রান করতে আর মাত্র ৩৩ রান দূরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর লারার এক ইনিংসে টেস্টে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড ভাঙতে মুলডারের চাই ৩৪ রান।
Wiaan Mulder: বুলাওয়ে টেস্টে বড় নজির দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডারের। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাড়ে ৩০০ রান করে ফেললেন মুলডার। তিনিই বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে অভিষেক টেস্টে ৩০০ রান করলেন। হাসিম আমলার পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ রানের মাইলস্টোনে পৌঁছলেন মুলডার। 2012 সালের জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে আমলা ৩১১ রানের ইনিংস খেলেছিলেন। আমলার রেকর্ড ভেঙে মুলডার এখন দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংস সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটার হলেন। দ্বিতীয় ইনিংসে লাঞ্চে মুলডার ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত আছেন। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ রান করতে আর মাত্র ৩৩ রান দূরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর লারার এক ইনিংসে টেস্টে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড ভাঙতে মুলডারের চাই ৩৪ রান। গ্যারি সোবার্স (৩৬৪ রান)-র রেকর্ড ভেঙে টেস্টে একটি ইনিংসে সর্বোচ্চ রান করার বিষয়ে মুলডার এখন চার নম্বরে আছেন। তাঁর আগে আছেন শুধু- মাহেলা জয়বর্ধনে (৩৭৪ রান), ব্রায়ান লারা (৩৭৫), ম্য়াথু হেডেন (৩৮১) ও ব্রায়ান লারা (৪০০)। মুলডারের অতি মানবিক ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের লাঞ্চের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৬২৬ রান।
২৯৭ বলে ৩০০, ৩২২ বলে ৩৫০ রান পূর্ণ করেন মুলডার
বুলাওয়ে টেস্টে এখনও পর্যন্ত ৩৬৭ রানে অপরাজিত মুলডার ৪৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট ১০৯। গতকাল, রবিবার টেস্টের প্রথম দিনে ২৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। টেস্টে একদিন সর্বোচ্চ রান করার নজির গড়েছিলেন মুলডার। এরপর এদিন ২৯৭ বলে ত্রিশতরান বা ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বীরেন্দ্র সেওয়াগের (২৭৮ বলে)-র পর দ্বিতীয় দ্রুততম টেস্ট ত্রিশতরানটি এতদিন পূর্ণ করেন মুলডার। এরপর তিনি ৩২২ বলে সাড়ে ৩০০ রান পূর্ণ করেন।
মুলডারের নজির
মুলডার যখন নেমেছিলেন তখন দলের স্কোর ছিল ২ উইকেটে ২৪
জীবনের ২১তম টেস্টে মুলডার খেলতে নেমেছিলেন অধিনায়ক হিসাবে। কারণে তেম্বা বাভুমাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে, জিম্বাবোয়ে সফরে টেস্টে অধিনায়ক হওয়া কেশব মহারাজ প্রথম টেস্টে চোট পাওয়ায় বুলাওয়ে টেস্টে খেলতে পারছেন না। আর দেশের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তিন নম্বরে ব্য়াট করতে নেমে সাড়ে ৩০০ রানের গণ্ডি টপকে ইতিহাস গড়লেন মুলডার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)