Virat Kohli: ১৬৬ অপরাজিত বিরাটের, শেষ চারটে ইনিংসে তিনটে ওয়ানডে সেঞ্চুরি কোহলির, কেরলে ভারতের ৩৯০

ওয়ানডে ক্রিকেটে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা খেলে ফেললেন বিরাট কোহলি। ইনিংসের ১৫.৩ ওভারে ক্রিজে নেমেও কোহলি শেষ অবধি ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন।

Virat Kohli. (Photo Credits:Twitter)

তিরুবন্ততপুরম (কেরল), ১৫ জানুয়ারি: ওয়ানডে ক্রিকেটে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা খেলে ফেললেন বিরাট কোহলি। ইনিংসের ১৫.৩ ওভারে ক্রিজে নেমেও কোহলি শেষ অবধি ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। রবিবার তিরুবন্ততপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে কোহলি ও শুবমন গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করল ৩৯০ রান। কোহলির অবিশ্বাস্য ইনিংস সাজানো ছিল ১৩টা বাউন্ডারি, ৮টা ওভর বাউন্ডারি দিয়ে। ওয়ানডে-তে বিরাটের এটি পঞ্চম দেড়শো প্লাস রানের ইনিংস। এদিন, তাঁর ৬৬টা রান করতে বিরাট নেন মাত্র ২৫টা বল।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৪তম এবং ওয়ানডে-তে ৪৬তম সেঞ্চুরিটা করে ফেললেন কোহলি। ওয়ানডে-তে সচিন তেন্ডুলকর (৪৯)-এর সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড থেকে বিরাট আর মাত্র তিন ধাপ দূরে। চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গুয়াহাটিতে বিরাট করেছিলেন ১১৩ , এরপর তৃতীয় খেলায় কেরলে করলেন ১৬৬ অপরাজিত। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বিরাট। ফলে শেষ চারটে ওয়ানডে ইনিংসের তিনটেতে সেঞ্চুরি করলেন বিরাট। যেখানে চট্টগ্রামে তিন বছর পর ওয়ানডে-তে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। আরও পড়ুন-বিরটের আগে দুরন্ত সেঞ্চুরি গিলের

দেখুন টুইট

দেখুন টুইট

২০১২ সালে মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট করেছিলেন ১৮৩ রান। সেটাই ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান। তারপর কেরলে তাঁর এদিনের ইনিংস। দেশের মাটিতে ওয়ানডে-তে এদিনই ওয়ানডে-তে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটা খেললেন বিরাট। পাশাপাশি মাহেলা জয়বর্ধনে (১২,৬৫০)-কে টপকে ওয়ানডে-তে সর্বাধিক রান করার তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন কিং কোহলি (১২ হাজার ৭৫৪ রান)।

ওয়ানডে-তে বিরাটের আগে এখন শুধু সনত জয়সূর্য (১৩৪৩০), রিকি পন্টিং (১৩৭০৪), কুমারা সাঙ্গাকারা (১৪২৩৪) ও সচিন তেন্ডুলকর (১৮৪২৬)।