Venkatesh Iyer: দুরন্ত সেঞ্চুরিতে ওয়াংখেড়ে মাতালেন ভেঙ্কটেশ আইয়ার, অর্জুনের অভিষেকে মুম্বইয়ের জিততে চাই ১৮৬ রান

রবিবার দুপুরে ওয়াংখেড়ে মাতালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatsh Iyer)। মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরি করলেন আইয়ার। ৫১ বলে ১০৪ রানে আউট হন ভেঙ্কটেশ।

Venkatesh Iyer. (Photo Credits: Twitter)

মুম্বই, ১৬ এপ্রিল: রবিবার দুপুরে ওয়াংখেড়ে মাতালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatsh Iyer)। আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরিটা করলেন ইন্দোরের ২৮ বছরের বাঁ হাতি ব্যাটার। ৫৪৭৭ দিন পর কেকেআর-এর কোনও ব্যাটার আইপিএলে সেঞ্চুরি পেলেন। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম। এরপর ১৬ বছর বাদে ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে কেকেআর-এর সেঞ্চুরির খরা কাটালেন।

মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরি করলেন আইয়ার। ৫১ বলে ১০৪ রানে আউট হন ভেঙ্কটেশ। সৌরভ গাঙ্গুলির ভক্ত কেকেআর-এর এই তারকা বাঁ হাতি ব্যাটার মারলেন ৯টা ওভার বাউন্ডারি, ৬টা বাউন্ডারি। তবে ভেঙ্কটেশ ছাড়া কেকেআর আর কোনও ব্যাটার রান পেলেন না। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কলকাতা করে ১৮৫ রান। মানে ভেঙ্কেটশ যেখানে একাই করলেন ১০৪, সেখানে দলের বাকি ব্যাটাররা করলেন ৬৭ রান, অতিরিক্ত হিসেবে আসে ১৪ রান। কেকেআর-এর ইনিংসে মোট ১০টা ওভার বাউন্ডারি মারা হল। তার মধ্যে ৯টাই মারেন ভেঙ্কেটশ, আর বাকি একটা আন্দ্রে রাসেল। গুরবাজ (৮) থেকে নারায়ণ জগদীশন (০), নীতীশ রানা (৫) থেকে শার্দুল ঠাকুর (১৩), রিঙ্কু সিং (১৮)-রা ব্যর্থ হলেন। শেষের দিকে অবশ্য ১১ বলে অপরাজিত ২১ রানের কার্যকরী ইনিংস খেললেন রাসেল।

রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। গত রবিবার মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের শেষ ওভারে পাঁচটা ছক্কা হাঁকিয়ে জেতানো অবিশ্বাস্য ইনিংসের আগে, ৪০ বলে ৮৩ রানের দারুণ ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ। সেদিন সেঞ্চুরিটা মাঠে ছেড়ে এলেও, ওয়াংখেড়েতে আইপিএলে তাঁর প্রথম তিন অঙ্কের ইনিংসটা খেলে ফেললেন ভেঙ্কটেশ। চোটের জন্য যার এই আইপিএলে খেলা বড় রকম অনিশ্চয়তার মধ্যে ছিল। আরও পড়ুন-বড় কীর্তি এমবাপের

দেখুন টুইট

এদিন ওয়াংখেড়েতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে অভিষেক হয় সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকরের। ম্য়াচের প্রথম ওভারটা অর্জুনই করেন। তবে ২ ওভারের বেশী অনভিজ্ঞ অর্জুনকে বল করাননি অধিনায়ক সূর্যকুমার। অর্জুন ২ ওভার বল করে কোনও উইকেট পাননি। সচিন পুত্র দেন ১৭ রান।