Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সে রঞ্জিতে খেলে ইতিহাস বৈভব সূর্যবংশীর
বয়স মাত্র 14 বছর চার মাস। এই বয়সেই রঞ্জি ট্রফিতে অভিষেক হলো বিহারের ব্যাটার বৈভব সূর্যবংশীর।
বয়স মাত্র ১৪। এই বয়সেই রঞ্জি ট্রফিতে খেলতে নামল বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। ১৫ বছর ২৩২ দিন বয়স থাকা অবস্থায় রঞ্জিতে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার বিষয়ে সচিনের নজির ভাঙ্গল বিহারের বৈভব। গত বছর সেপ্টেম্বরে ১৪ বছরে পা দেয় বৈভব।
শুক্রবার পটনায় মুম্বইয়ের বিরুদ্ধে বিহারের ম্যাচে খেলতে নামল সূর্যবংশী।
দেখুন খবরটি
Vaibhav Suryavanshi takes center stage as he makes his debut for Bihar.#VaibhavSuryavanshi#Bihar#RanjiTrophy#Cricketpic.twitter.com/u0mZPDuCjm
— Wisden India (@WisdenIndia) January 5, 2024
বিহারের অধিনায়ক আশুতোষ আমান ট্রসে জিতে বল করা সিদ্ধান্ত নেন। বৈভবকে প্রথমবার রঞ্জিত ট্রফিতে ব্যাট করতে নামার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব ১৯ বি দলের হয়ে ইংল্যান্ড ও বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে খেলে সূর্যবংশী। পাঁচ ম্যাচে ১৭৭ রান করে সবার নজর কেড়েছিল সে।
ভিনু মাকড় ট্রফিতে পাঁচ ম্যাচে ৩৯৩ রান করে সূর্যবংশী বুঝিয়েছিল সে ১৪ বছর বয়সেই বড়দের ক্রিকেট খেলার জন্য পুরোপুরি তৈরি।