Usman Khawaja: আফশোসের ডিক্লেয়ারে খোয়াজা ফেরালেন সচিনকে, কামিন্স মনে করালেন দ্রাবিড়কে

২০০৪ সালের মুলতান টেস্টের স্মৃতি ফিরল। সচিন তেন্ডুলকর ১৯৪ রানে অপরাজিত থাকা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড়।

Usman Khawaja: আফশোসের ডিক্লেয়ারে খোয়াজা ফেরালেন সচিনকে, কামিন্স মনে করালেন দ্রাবিড়কে
Usman Khawaja. (Photo Credits: ICC)

২০০৪ সালের মুলতান টেস্টের স্মৃতি ফিরল। সচিন তেন্ডুলকর ১৯৪ রানে অপরাজিত থাকা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। সচিনের ডবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আফশোসে দ্রাবিড়কে তখন প্রবল আক্রমণের মুখে পড়তে হয়েছিল। ১৯ বছর আগের স্মৃতি ফিরল সিডনিতে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা যখন ১৯৫ রানে অপরাজিত, তখনই ডিক্লেয়ার ঘোষণা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৪৮৫ রানে থাকা অবস্থায় প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেন কামিন্স।

এর ফলে মাত্র পাঁচ রানের জন্য তাঁর প্রথম টেস্ট ডবল সেঞ্চুরিটা করা হল না ৩৫ বছরের খোয়াজার। বৃষ্টিতে সিডনি টেস্টের প্রথম দু দিনের খেলায় অনেকটাই ভেস্তে গিয়েছিল। খোয়াজা ছাড়াও সিডনি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ (১০৪)।

দেখুন পরিসংখ্যান

ডবল সেঞ্চুরির সবচেয়ে কাছে পৌঁছেও অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করায় মাইলস্টোনে পৌঁছনো যায়নি এমন নজিরটা ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঙ্ক ওরেলের। ১৯৬০ সালে ওরেল যখন ১৯৭ রানে ব্যাট করছেন, তখন ক্যারিবিয়ান অধিনায়ক গ্যারি আলেকজান্ডার ডিক্লেয়ার করে দিয়েছিলেন।