Unmukt Chand :বিপিএলে উঠল ভারতের চাঁদ! প্রথম ভারতীয় হিসেবে নেমে কেমন খেললেন উনুক্ত

বিগ ব্যাশের পর এবার বিপিএল। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের পর এবার প্রথম ভারতীয় হিসেবে বাংলাদেশ প্রিমিয়র লিগে অভিষেক হল ভারতের এক সময়ের সাড়া জাগানো ক্রিকেট প্রতিভা উন্মুক্ত চাঁদের।

Unmukt Chand (Photo Credits: Facebook)

বিগ ব্যাশের পর এবার বিপিএল। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের পর এবার প্রথম ভারতীয় হিসেবে বাংলাদেশ প্রিমিয়র লিগে অভিষেক হল ভারতের এক সময়ের সাড়া জাগানো ক্রিকেট প্রতিভা উন্মুক্ত চাঁদের। যদিও বিপিএলে চাঁদের অভিষেকে তেমন আলোর ছটা থাকল না। শুক্রবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে হয়ে সিলেট স্টাইকার্সের বিরুদ্ধে খেললেন ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। গত বছর ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ লিগে মেলবোর্ন রেনেগাদেসের জার্সিতে প্রথম ভারতীয় হিসেবে খেলেছিলেন চাঁদ।

মাশরাফি মুর্তাজার দলের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দিল্লির ২৯ বছরের ক্রিকেটার চাঁদ ১০ বল খেলে মাত্র পাঁচ রানে আউট হন। উন্মুক্ত যখন ব্যাট করতে নামেন, তখন দলের স্কোর ছিল ৪৭ রানে ৫ উইকেট। প্রথমে ব্যাট করেতে নেমে শেষ অবধি চাঁদের দল চট্টগ্রাম ২০ ওভারে ৯ উইকেটে করে মাত্র ৮৯রান। সিলেট সেই রা ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে নেয়। আরও পড়ুন-কাতার বিশ্বকাপে অর্ধনগ্ন হয়ে ঘোরা ক্রোট মডেল ইভানার নতুন প্রেম!

দেখুন উন্মুক্ত চাঁদের ভিডিয়ো

একটা সময় উন্মুক্ত চাঁদকে মনে করা হত বিরাট কোহলির পর ভারতের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিভা। জাতীয় দলে সুযোগ পাওয়ার খুব কাছে পৌঁছেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি। এরপর ফোকাস হারিয়ে ঘরোয়া ক্রিকেটে খারাপ খেলে রাজ্য দল থেকেও বাদ পড়েন। ২০২১ সালে অবসর নিয়ে বোর্ডের কাছে বিসিসিআইয়ের বিশেষ অনুমতি নিয়ে চাঁদ এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন।