Euro 2024 France vs Austria: আজ রাতে নামছে ফ্রান্স, জানুন ইউরোর ম্যাচ বিনা খরচে কোথায় কীভাবে দেখবেন
আজ, সোমবার মাঠে নামছে শক্তিশালী বেলজিয়াম। লুকাকুদের প্রতিপক্ষ স্লোভিকিয়া। তার আগে তাদের প্রথম ম্যাচে নামছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের প্রতিপক্ষ রোমানিয়া।
জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট ইউরো কাপ। এখনও পর্যন্ত ইউরো কাপে কোনও বড় অঘটন ঘটেনি। প্রত্যাশামতই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আয়োজক জার্মানি, ফেভারিট স্পেন, গতবারের চ্যাম্পিয়ন ইতালি, আন্ডারডগ নেদারল্যান্ডস, মিডিয়ায় চর্চিত দল ইংল্য়ান্ড। তবে স্লোভানিয়ার মত দলের বিরুদ্ধে জিততে পারেনি ডেনমার্ক। আজ, সোমবার মাঠে নামছে শক্তিশালী বেলজিয়াম। লুকাকুদের প্রতিপক্ষ স্লোভিকিয়া। তার আগে তাদের প্রথম ম্যাচে নামছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের প্রতিপক্ষ রোমানিয়া। এরপর রাতে নামছে আধুনিক ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় শক্তি ফ্রান্স।
গত দুটি ফুটবল বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ফ্রান্স, অস্ট্রিয়ার গ্রুপের বাকি দুটি দেশ নেদারল্যান্ডস ও পোল্যান্ড। গতকাল তাদের প্রথম ম্যাচ ডাচরা এক গোলে পিছিয়ে থেকে ২-১ হারায় পোলিশদের।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলা
রোমানিয়া বনাম ইউক্রেন (সন্ধ্যা ৬.৩০টা)
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া (রাত ৯টা)
ফ্রান্স বনাম অস্ট্রিয়া (রাত সাড়ে ১২টা)
ফ্রান্স বনাম অস্ট্রিয়া ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে
এবারের ইউরো কাপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, মঙ্গলবার। আজ, সোমবার রাত ১২টা পেরেলোই পরে যাচ্ছে মঙ্গলবার। আর তারপরই জার্মানির ডুসেলডর্ফ এরিনায় ফ্রান্স খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
কটা থেকে শুরু হবে খেলা
ইউরো ২০২৪-এ গ্রুপে ফ্রান্স-অস্ট্রিয়ার মধ্যে ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে
টিভিতে কোন চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। সোনি টেন ১, সোনি টেন ২-তে সরাসরি দেখুন খেলা।
মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে কীভাবে দেখা যাবে খেলা
সোনি লিভ অ্যাপে নির্দিষ্ট সাবস্ক্রিপশনের ভিত্তিতে দেখা যাবে খেলা।