Nagpur Test: নাগপুরে তিন স্পিনারে নামছে ভারত, ইঙ্গিত রাহুলের
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বড় প্রশ্ন, টিম ইন্ডিয়া নাগপুরে কোন কম্বিনেশনে নামবে।
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বড় প্রশ্ন, টিম ইন্ডিয়া নাগপুরে কোন কম্বিনেশনে নামবে। ঘরের মাঠে খেলার সব সুবিধা নিতে নাগপুরে প্রস্তুত একেবারে ঘূর্ণ পিচ। স্পিন বলে অজিদের ট্র্যাক রেকর্ডও তেমন বাল নয়। আর সেই ফায়দা তুলতে প্রথম বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতের একাদশে দেখা যাবে তিন স্পিনারকে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন, ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল জানালেন, আমাদের প্রথম একাদশ এখনও ঠিক হয়নি। তবে আমাদের লক্ষ্য হল তিন স্পিনারে খেলা।
সঙ্গে রাহুল বললেন, অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটার আছে। সেটা আমাদের বোলারদের কাছে চ্যালেঞ্জের হবে কিন্তু অশ্বিন ও সিরাজ এটা নিতে উপভোগ করবে। আরও পড়ুন-এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন পাক ব্যাটার
দেখুন নাগপুরের পিচের ছবি
শোনা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা উজ্জ্বল। যেহেতু জাদেজা, অক্ষরের ব্যাটের হাত ভাল তাই দুই পেসারই খেলাবেন রোহিত। সেক্ষেত্রে নাগপুরে উইকেটকিপার সহ ছয় ব্যাটার, তিন স্পিনার ও দুই পেসারে খেলবে টিম ইন্ডিয়া। নাগপুরের পিচ দেখেই মনে হচ্ছে প্রথম দিন থেকেই ঘুরতে শুরু করবে বল। তিনদিন থেকে লাট্টুর মত বল ঘোরারও ইঙ্গিত থাকছে।
সেক্ষেত্রে রোহিত শর্মা, লোকেশ রাহুল ওপেন করবেন। তিনে চেতেশ্বর পূজারা। মিডল অর্ডারে বিরাট কোহলি, শুবমন গিল বা সূর্যকুমার যাদব, ইশান কিষান (উইকেটকিপার)। তারপর জাদেজা, অক্ষর, অশ্বিন, সামি, সিরাজ।