Sydney Thunder All Out On 15 Runs: ১৫ রানে অল আউট সিডনি থান্ডার, টি২০ ইতিহাসে সর্বনিম্ন স্কোর
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে মাত্র ১৫ রানে অল আউট হয়ে গেল সিডনি থান্ডার।
রান বন্যার টি-২০ ফর্ম্য়াটে উলটপূরাণ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে মাত্র ১৫ রানে অল আউট হয়ে গেল সিডনি থান্ডার (Sydney Thunder)। সিডনিতে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের ইনিংস হওয়ার রেকর্ড হয়ে গেল। এর আগে টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটা ছিল তুরস্কের (২১)। অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে ম্যাচে জিততে হলে ১৪০ করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে সিডনি থান্ডার ৩৫ বলে মাত্র ১৫ রানে অল আউট হল। প্রথমে ব্যাট করে ১৩৯ রান করলেও, পিটার সিডলের নেতৃত্বে খেলা অ্যাডিলেড জিতল ১২৪ রানে।
বিবিএলে সিডনি ফ্র্য়াঞ্চাইজির পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হলেন। সর্বোচ্চ রান করা ব্যাটার ব্রেন্ডন ডগগেট করেন ৪ রান। ১০ রানে ৭ উইকেটে হারিয়েছিল সিডনি। অ্যাডিলেডের পেসার হেনরি থ্রোনটন ৩ রান দিয়ে ৫ উইকেট নেন, ওয়েস অগার ৬ রান দিয়ে নেন ৪ উইকেট। আরও পড়ুন-১৪৪৩ দিন পর তিন অঙ্কের রান পূজারার, গিলের অভিষেক সেঞ্চুরি, চট্টগ্রামে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা ভারতের
দেখুন টুইট
যে সিডনি থান্ডারের হয়ে খেললে একাধিক তারকা ক্রিকেটার। সিডনির হয়ে ওপেন করেন ইংল্যান্ডের তারকা ব্যাটার আলেক্স হেলস।
দেখুন টুইট
এবারের বিগ ব্যাশে জেসন সাঙ্ঘার নেতৃত্বে খেলা সিডনি থান্ডারকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। প্রথম ম্য়াচে সিডনি থান্ডার হারিয়েছিল মেলবোর্ন স্টার্স।
দেখুন পরিসংখ্যান
ম্যাচের স্কোরবোর্ড-
অ্যাডিলেড স্টাইকার্স: ১৩৯/৯
সিডনি থান্ডারের ইনিংস: ১৫ রান (৫.৫ ওভার)
আলেক্স হেলস: ০, ম্যাথিউ গিলকেস: ০, রিলে রোসুউ: ৩, জেসন সাঙ্ঘা: ০, আলেক্স রোস: ২, ড্যানিয়েল সামস: ১, ওলিভার ডাভিয়েস: ১, ক্রিস গ্রিন: ০, গুরিন্দার সাঁধু: ০, ব্রেনডন ডগগেট: ৪, ফাজালহক ফারুকি: ১, অতিরিক্ত: ৩