IPL 2023, SRH vs RR: চলতি আইপিএলের প্রথম ২০০ প্লাস স্কোর, তিন তারকার হাফ সেঞ্চুরিতে হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের ২০৩
আইপিএল ২০২৩ (IPL 2023)-র প্রথম ২০০ প্লাস স্কোর করল কোনও দল।
হায়দরাবাদ, ২ এপ্রিল: আইপিএল ২০২৩ (IPL 2023)-র প্রথম ২০০ প্লাস স্কোর করল কোনও দল। চলতি আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস করল ৫ উইকেটে ২০৩ রান। সানরাইজার্সের সেরা তিন ব্যাটারই চোখধাঁধানো হাফ সেঞ্চুরি হাঁকালেন।
হায়দরাবাদে সানরাইজার্সের বোলারদের উড়িয়ে জোস বাটলার, যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সঞ্জু স্যামসন ঝড় তোলেন। আরও পড়ুন-হায়দরাবাদে গ্যালারিতে হাজির সুন্দরী মালকিন কাব্য মারান, দেখেই উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়
দেখুন টুইট
শুরুতে ২২ বলে ৫৪ রানের ইনিংস খেলে বাটলার আউট হন। বাটলার ফিরতে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান যশস্বী (৩৭ বলে ৫৪)। আর ফিনিশটা করেন সঞ্জু স্যামসন (৩২ বলে ৫৫)। বাটলার ২২ বলের ইনিংসে মারেন ৩টে ওভার বাউন্ডারি, ৭টি বাউন্ডারি। টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান সানরাইজার্সের অধিনায়ক ভুবনেশ্বর কুমার।