Sunil Narine Retirement: বিরাট মাইলফলকের দিন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন নারিন

এবার সরকারীভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার-অলরাউন্ডার সুনীল নারিন।

Sunil Narine. (Photo Credits: Twitter)

চার বছর দেশের হয়ে খেলেননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই মেতেছিলেন। এবার সরকারীভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার-অলরাউন্ডার সুনীল নারিন (Sunil Narine)। চলতি বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ এবার খেললেও নারিন হয়তো খেলতেন না।

বাইশ গজের কেরিয়ারে দেশের পাট চুকিয়ে এবার আরও জাঁকিয়ে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে খেলবেন ৩৫ বছরের কেকেআর তারকা নারিন। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নারিন। তবে যত না খেলেছেন, তার চেয়ে বেশী ম্যাচ মিস করেছেন। বেশীরভাগ সময়ই চুক্তি বিতর্কে ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি।

দেখুন এক্স

নাইট রাইডার্সদের হয়ে নারিনের পারফরম্যান্স যতই উজ্জ্বল হোক আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তাঁর রেকর্ড তেমন ভাল নয়। ৮ বছর ধরে তিন ধরনের ফর্ম্য়াট খেলে আন্তর্জাতিক উইকেট মাত্র ১৬৫টি। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে আমেদাবাদ ওয়ানডে-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। আর ক্যারিবিয়ান জার্সিতে তাঁকে শেষবার খেলতে দেখা যায় ২০১৯ সালের অগাস্টে প্রভিডেন্সে ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে। দেশের হয়ে শেষ ম্যাচে কোনও উইকেট পাননি, ওপেন করতে নেমে মাত্র ২ রানে আউট হয়েছিলেন।



@endif