IPL Auction 2025 Live

IND W vs SL W, Final: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার হরমনপ্রীতদের

মহিলাদের এশিয়া কাপের ফাইনালে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফেভারিট হিসেবে নেমে ভারতীয় মহিলা দল ফাইনালে আরও একবার হারল। গোটা টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে স্নায়ুর চাপের কাছে হারের ধারা ভারতীয় মহিলা ক্রিকেটে অব্যাহত থাকল।

Photo Credits: PTI

মহিলাদের এশিয়া কাপের (Women Asia Cup T20 Final 2024) ফাইনালে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফেভারিট হিসেবে নেমে ভারতীয় মহিলা দল ফাইনালে আরও একবার হারল। গোটা টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে স্নায়ুর চাপের কাছে হারের ধারা ভারতীয় মহিলা ক্রিকেটে অব্যাহত থাকল। রবিবার ডাম্বুলায় ফাইনালে প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৬৫ রান। ওপেনার স্মৃতি মন্ধনা ৪৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

বাংলার মেয়ে রিচা ঘোষ শেষের দিকে ১৪ বলে ৩০ রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ওপেনার ভস্মি গুণরত্নে ১ রানে রান আউট হন। কিন্তু এরপর অধিনায়িকা চামিরা আত্তাপাত্তু ও হর্ষিতা সমিরাবিক্রমে দ্বিতীয় উইকেটে ৮৭ রানের দুরন্ত পার্টনারশিপ করে দলকে জয়ের দিকে নিয়ে যান। হর্ষিতা ৬৯ রানে আউট হওয়ার পর, কবিশা দিলহারি (১৬ বেল ৩০)-কে নিয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আত্তাপাত্তু। চামিরা আত্তাপাত্তু ৪৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। একেবারেই মুখ থুবড়ে পড়ে ভারতের বোলিং। দীপ্তি শর্মা ছাড়া আর কোনও ভারতীয় বোলার উইকেট পাননি। এই প্রথম মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।

মহিলাদের আইপিএল চালুর ভারতের মহিলা ক্রিকেটাররা কোটি কোটি টাকা রোজগার করেন, সেখানে শ্রীলঙ্কানরা বেশীরভাগই আনকোড়া। কিন্তু এদিন ফাইনালে শ্রীলঙ্কা দল সব বিভাগে পরাস্ত করলেন মহিলাদের আইপিএলের কোটি টাকার চুক্তিতে খেলা হরমনপ্রীত-স্মৃতিদের।

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়নরা

২০২৪- শ্রীলঙ্কা, ২০২২- ভারত, ২০১৮-বাংলাদেশ, ২০১৬-ভারত, ২০১২- ভারত, ২০০৮- ভারত।