IND vs NZ 1st Test, Day 4: সরফরাজ-পন্থের অবিশ্বাস্য ১৭৭ রানের পার্টনারশিপ, ইউ টার্নের বেঙ্গালুরু টেস্টে বড় লিডের পথে টিম ইন্ডিয়া
একেবারে অবিশ্বাস্য পথে বেঙ্গালুরু টেস্ট। সরফরাজ খান ও ঋষভ পন্থের অবিশ্বাস্য ১৭৭ রানের পার্টনারশিপে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে চারশো রানের গণ্ডি টপকেছে টিম ইন্ডিয়া।
বেঙ্গালুরু, ১৬ অক্টোবর: একেবারে অবিশ্বাস্য পথে বেঙ্গালুরু টেস্ট। সরফরাজ খান ও ঋষভ পন্থের অবিশ্বাস্য ১৭৭ রানের পার্টনারশিপে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে চারশো রানের গণ্ডি টপকেছে টিম ইন্ডিয়া। শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনে প্রায় ৩৫ ওভার ব্যাট করেও ভারতের একটা উইকেটও পড়ল না। রোহিত শর্মার দলের লিড ৫০ রান পাড় করেছে। হাত এখনও ৬ উইকেট। ম্যাচের এখনও গোটা একটা দিন ও একটা সেশন বাকি। ম্যাচের পঞ্চম দিনে বেঙ্গালুরুর পিচে ব্যাট করা মোটেও সহজ হবে না।
তাই রোহিতদের ২০০ রানের লিড থাকলে বেঙ্গালুরু টেস্টে ক্রিকেট দুনিয়া দেখতে পারে সবচেয়ে বড় অঘটন। ৪৬ রানে অল আউট হওয়া দল, প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে পিছিয়ে থাকা দল, এখন জয়ের স্বপ্ন দেখছে। টেস্টের ইতিহাসে ম্যাচে এত বড় 'ইউ টার্ন' আগে দেখা যায়নি।
২৩১ রানে ৩ উইকেট থেকে এদিন খেলা শুরুতে নেমে সরফরাজ-পন্থ একেবারে পজেটিভ ক্রিকেট খেলতে থাকেন। সরফরাজ টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটা পূর্ণ করেন। পন্থও দারুণ সব শট খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর নিউ জিল্যান্ডের রানকে লিড আনা শুরুর পর সরফরাজ-পন্থের শটের ফুলঝুড়ি শুরু হয়। ভারতের লিড ৫০ রান পূর্ণ হওয়ার পর ব্যক্তিগত দেড়শো রানের ইনিংস খেলে আউট হন সরফরাজ। সেঞ্চুরির দোরগড়ায় দাঁড়িয়ে আছেন পন্থ। প্রথম তৃতীয় উইকেটে বিরাট কোহলি-সরফরাজ খানের ১৩৬, তারপর চতুর্থ উইকেটে সরফরাজ-পন্থের ১৭৭ রানের পার্টনারশিপ। পাহাড় প্রমাণ চাপের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে দুই উইকেট থেকে টিম ইন্ডিয়ার স্কোর এখন ৪ উইকেটে ৪২৭, লিড ৭১ রানের।