RR vs RCB: জয়পুরে অবিশ্বাস্য জয় বিরাটদের, রাজস্থানকে ৫৯ রানে অল আউট বেঙ্গালুরুর

রবিবার আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর। জয়পুরে রাজস্থান রয়্য়ালসকে মাত্র ৫৯ রানে অল আউট করে বড় জয় পেল আরসিবি।

Virat Kohli. (Photo Credits: Twitter)

জয়পুর, ১৪ মে: আইপিএলে রয়্যাল যুদ্ধে বেঙ্গালুরুর অবাক কীর্তি। রবিবার আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর। জয়পুরে রাজস্থান রয়্য়ালসকে মাত্র ৫৯ রানে অল আউট করে বড় জয় পেল আরসিবি। জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে নেমে, মাত্র ৬৩ বলেই গুঁটিয়ে গেল সঞ্জু স্য়ামসনদের ইনিংস। ১০ রানে ৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুর জয়ে নায়ক প্রোটিয়া পেসার ওয়েন পার্নেল। ১১২ রানে জিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে এখনও প্লে অফের স্বপ্ন জিইয়ে রাখল বেঙ্গালুরু। অন্যদিকে, ১৩ ম্য়াচে ১২ পয়েন্ট পেয়ে প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল রাজস্থানের।

রবিবার সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি করেছিল ৫ উইকেটে করেছিল ১৭১ রান। বিরাট কোহলি (১৮) ব্যর্থ হলেও দারুণ খেলেন গ্লেন ম্য়াক্সওয়েল (৩৩ বলে ৫৪)। ভাল খেলেন অদিনায়ক ফাফ দুপ্লেসি (৪৪ বলে ৫৫)-ও। জবাবে ব্য়াট করতে নেমে শূন্য রানে আউট হন রাজস্থান রয়্য়ালসের দুই তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল ও জোস বাটলার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাটলারের পর ওয়েন পার্নেলের বলে আউট হয়ে ফিরে যান সঞ্জু স্য়ামসন (৪)। ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় রাজস্থান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান। আরও পড়ুন-দেখুন কে এম আসিফের চতুর বোলিংয়ে বিরাট কোহলি আউট

দেখুন টুইট

দ্রুত আউট হয়ে যান দেবদূত পাদিক্কাল (৪), জো রুট (১০), ধ্রুব জুয়েল (১)। ৩১ রানের মধ্যে ৬ উইকেট হারায় রাজস্থান। একা লড়ছিলেন শিমরন হেটমায়ার । কিন্তু ১৯ বলে ৩৫ রান করে হেটমায়ার ফেরার পর আর চার বল স্থায়ী হয়ে ম্যাচ। অসাধারণ জয় পেয়ে প্লে অফের রাস্তা খোলা থাকল বেঙ্গালুরুর কাছে।

প্লে অফের লড়াই-এক নজরে পয়েন্ট তালিকা

১) গুজরাট: ১৬ পয়েন্ট (১২ ম্য়াচ)

২) চেন্নাই: ১৫ পয়েন্ট (১২ ম্য়াচ)

৩) মুম্বই: ১৪ পয়েন্ট (১২ ম্য়াচ)

৪) লখনৌ: ১৩ পয়েন্ট (১২ ম্য়াচ)

৫) বেঙ্গালুরু: ১২ পয়েন্ট (১২ ম্য়াচ)

৬) রাজস্থান: ১২ পয়েন্ট (১৩ ম্য়াচ)

৭) পঞ্জাব: ১২ পয়েন্ট (১২ ম্য়াচ)

৮) কলকাতা: ১০ পয়েন্ট (১২ ম্য়াচ)

৯) হায়দরাবাদ: ৮ পয়েন্ট (১১ ম্য়াচ)

১০ দিল্লি: ৮ পয়েন্ট (১২ ম্য়াচ)