Riyan Parag: জাতীয় দলে অসমের পরাগ ফোটাচ্ছেন রিয়ান, রাজস্থান রয়্যালস তারকাকে দেখা যাচ্ছে অজি সিরিজে
অবশেষে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন অসমের তারকা অলরাউন্ডার রিয়ান পরাগ। এই প্রথম ভারতীয় পুরুষ দলে অসমের কোনও ক্রিকেটারকে দেখা যেতে চলেছে।
অবশেষে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন অসমের তারকা অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag)। এই প্রথম ভারতীয় পুরুষ দলে অসমের কোনও ক্রিকেটারকে দেখা যেতে চলেছে। চলতি বছর উমা ছেত্রীকে অসমের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলাদের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তবে উইকেটকিপার উমা প্রথম একাদশে সুযোগ পাননি।
বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরই শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে নজির গড়ে টানা সাতটা ম্যাচে হাফ সেঞ্চুরি করা পরাগকে অজিদের বিরুদ্ধে সেই টি-২০ সিরিজে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি-দের মত বিশ্বকাপে খেলা তারকারা অজিদের বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজে খেলবে না।
চোট থাকায় হার্দিক পান্ডিয়াও খেলছেন না। খুব সম্ভবত এশিয়ান গেমসে সোনা জেতানো ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবে ভারত। রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠিদের সঙ্গে সেই দলে অসমের ২১ বছরে পরাগকেও দেখা যেতে চলেছে বলে একপ্রকার নিশ্চিত।
আগামী ২৩ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ হবে বিশাখাপত্তনামে।