David Warner: কনকাশনের নিয়মে চোটে ছিটকে যাওয়া ওয়ার্নারের পরিবর্তে কোটলায় ব্যাট করবেন যিনি
কোটলায় ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চলতি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নারের। গতকাল, শুক্রবার ম্যাচের প্রথম দিন মহম্মদ সিরাজের বল ওয়ার্নারের বল হেলমেটে গিয়ে লাগে।
কোটলায় ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চলতি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের। গতকাল, শুক্রবার ম্যাচের প্রথম দিন মহম্মদ সিরাজের বল ওয়ার্নারের বল হেলমেটে গিয়ে লাগে। তার মধ্যে একবার হেলমেট এড়িয়ে বল ওয়ার্নারের মাথাতে গিয়েও লেগেছিল। পরে মহম্মদ সামির বলে ব্যক্তিগত ১৫ রানে আউট হয়ে যান ওয়ার্নার।
ড্রেসিংরুমে ফিরে অসুস্থতা বোধ করেন অজি বাঁ হাতি ওপেনার। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে চলতি কোটলা টেস্টে না খেলার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। ফলে কনকাশনের নিয়মে ওয়ার্নারের পরিবর্ত হিসেবে খেলতে নামার অনুমতি পান ম্যাট রেনশ।
নতুন নিয়মে কনকাশন সাব হিসেবে পরিবর্ত ক্রিকেটারকে খেলানো যায়। ওয়ার্নারের পরিবর্তে রেনশ-কে কোটলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও দেখা যাবে। এদিন, তিনি ফিল্ডিং করতেও নামেন। প্রসঙ্গত, চোট পেয়ে সেরে ওঠা ট্র্য়াভিস হেডকে জায়গা দিতে কোটলায় বাদ দেওয়া হয়েছিল রেনশকে। কিন্তু ওয়ার্নারের চোট কোটলায় জায়গা করে দিল রেনশ-কে। নাগপুরে ব্যর্থ হওয়া নেরশন-র সামনে ফের সুযোগ এসে গেল প্রমাণ করার।