IND vs ENG 1st Test: সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, ১৯০ রানের লিড নিয়ে শেষ ভারতের ইনিংস
গতকালের রানের সঙ্গে মাত্র ১৫ রান যোগ করেই এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হল। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলের মত একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন রবীন্দ্র জাদেজা।
গতকালের রানের সঙ্গে মাত্র ১৫ রান যোগ করেই এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হল। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলের মত একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন রবীন্দ্র জাদেজা। ইংল্য়ান্ডের পার্ট টাইম স্পিনার জো রুটের বলে বিতর্কিত সিদ্ধান্তে রবীন্দ্র জাদেজা (৮৭) ফেরার পর, জশপ্রীত বুমরা (০) ও অক্ষর প্যাটেল (৪৪) দলের রানে আর কিছু যোগ করতে পারেননি। জাদেজার ক্যাচ আউট নিয়ে বিতর্ক রয়েছে। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ায় ১৯০ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত করল ৪৩৬ রান। ভারতের বড় রানের ইনংসের পিছনে তিন কারিগর হলেন- যশস্বী জয়সওয়াল (৮০), কেএল রাহুল (৮৬) ও রবীন্দ্র জাদেজা )(৮৭)।
ভাল খেললেন শ্রীকর ভরত (৪১), অক্ষর প্যাটেল (৪৪)। দলের স্পেশালিস্ট স্পিনারদের ছাপিয়ে জো রুট ৭৯ রানে নিলেন ৪টি উইকেট। রেহান আহমেদ ও টম হার্টলে ২টি করে উইকেট নেন।
দেখুন স্কোরবোর্ড
এমন পিচে এই লিডটা যথেষ্ট হয়ে দাঁড়াতে পারে। তবে ইংল্যান্ডের ব্যাজ বল ক্রিকেট নীতি অনেক সময়ই চমকে দেয়। তেমন কিছু না হলে টিম ইন্ডিয়ার জয়ে দেরি হওয়ার কথা নয়।