Ranji Trophy: উত্তেজক ম্যাচে পঞ্জাবকে হারিয়ে সেমিতে সৌরাষ্ট্র

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে অনবদ্য জয় সৌরাষ্ট্রের। রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট।

Saurashtra defeats Punjab. (Photo Credits: ShayanAcharya@Twitter)

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে অনবদ্য জয় সৌরাষ্ট্রের। রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ৭২ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। সেমিফাইনালে এবার সৌরাষ্ট্র খেলবে কর্নাটকের বিরুদ্ধে, আর বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে গতকাল, পঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন পঞ্জাবকে জিততে হলে করতে হত ২০১ রান আর সৌরাষ্ট্রের দরকার ছিল আর ৮টা উইকেট। সেখান থেকে সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দলকে জিতিয়ে আনেন। প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করা পার্থ পাঁচটি, জাদেজা তিনটি ও দোদিয়া দুটি উইকেট নেন। পঞ্জাবের শেষের দিকে ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। পঞ্জাবের শেষ পাঁচটি উইকেট পড়ে ২৪ রানের মধ্যে। আরও পড়ুন-২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

এই ম্যাচে একটা সময় প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ১৪৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ছিল। সেখান থেকে ৯ নম্বরে নেমে অপ্রত্যাশিতভাবে সেঞ্চুরি করেন পার্থ ভুট। ম্যাচে সেঞ্চুরির পাশপাশি মোট ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন পার্থ ভুট।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

সৌরাষ্ট্র: ৩০৩, ৩৭৯

পঞ্জাব: ৪৩১, ১৮০

সৌরাষ্ট্র ৭১ রানে জয়ী

ম্যাচের সেরা-পার্থ ভুট (১১২, ৩/১১৪, ৫/৮৯)

সেমিফাইনাল লাইনআপ

৮ ফেব্রুয়ারি: বাংলা বনাম মধ্যপ্রদেশ

৮ ফেব্রুয়ারি: কর্ণাটক বনাম সৌরাষ্ট্র