IPL 2022: হারতে ভুলে যাওয়া গুজরাটকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে পঞ্জাব

হারতে যেন ভুলেই গিয়েছিল গুজরাট টাইটান্স। মঙ্গলবার, নবি মুম্বইয়ে সেই হারতে ভুলে যাওয়া গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল পঞ্জাব কিংস।

Punjab Kings beats GT. (Photo Credits: Twitter)

নবি মুম্বই, ৩ মে: চলতি আইপিএলে (IPL 2022) যেন হারতে যেন ভুলেই গিয়েছিল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। মঙ্গলবার, নবি মুম্বইয়ে সেই হারতে ভুলে যাওয়া গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল পঞ্জাব কিংস (Punjab Kings)। হার্দিক পান্ডিয়াদের এদিন সব বিভাগেই হারালেন মায়াঙ্ক আগরওয়াল-রা। চলতি আইপিএলে তাদের দশম ম্যাচে খেলে হার্দিকরা দ্বিতীয় বার হারলেন। ৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে পঞ্জাবের জয়ে নায়ক কাগিসো রাবাদা। ১৪৩ রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ৫৩ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন।

প্রথমে ব্যাট করতে নেমে শুবমন গিল (৯), হার্দিক পান্ডিয়া (১), ডেভিড মিলার (১১)-রা ব্যর্থ হলেও ৫০ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে গুজরাটের রান ১৪৩-এ নিয়ে যান। ঋদ্ধিমান সাহা (১৭ বলে ২১) ওপেন করতে নেমে সেট হয়েও রাবাদার বলে আউট হন।

দেখুন ভিডিও

রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্টো (১)-র উইকেট শুরুতে হারালেও জিততে কষ্ট করতে হয়নি পঞ্জাবকে। প্রথমে ভানুকা রাজাপাক্ষে (৪০), তারপর লিয়াম লিভিংস্টোন (৩০ অপরাজিত)-কে নিয়ে ২৪ বল বাকি থাকতেই পঞ্জাবকে জিতিয়ে আনেন ধাওয়ান। ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল পঞ্জাব। অন্যদিকে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া গুজরাটকে প্লে অফ পুরোপুরি নিশ্চিত করতে জিততে হবে আরও একটা ম্যাচ।