Pat Cummins Most Expensive Player In IPL: নিলামের সব রেকর্ড ভেঙে সাড়ে ২০ কোটিতে হায়দরাবাদে কামিন্স
বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক কামিন্সকে দলে নিতে সাড়ে ২০ কোটি টাকা খরচ করে ফেলল সানরাইজার্স হায়দারাবাদ।
ক দিন আগেই ১৪০ কোটি ভারতবাসীর হৃদয় ভেঙে বিশ্বকাপ জিতে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। এবার আইপিএলের নিলামে কামিন্সের কামাল। বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ককে দলে নিতে সাড়ে ২০ কোটি টাকা খরচ করে ফেলল সানরাইজার্স হায়দারাবাদ। আইপিএলের নিলামের ইতিহাসে একজন ক্রিকেটারকে কিনতে এর আগে এত টাকা খরচ করেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তিন বছর আগে আইপিএলের নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর গত নিলামে কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষে কিনেছিল কলকাতা। কিন্তু শাহরুখ খানের দল এবার কামিন্সকে ছেড়ে দেয়।
এদিন দুবাইয়ে আইপিএলের নিলামের টেবিলে কামিন্সকে দলে নিতে মরিয়া লড়াই হয় চেন্নাই সুপার কিংস, মুম্বইয়ের মধ্যে। এরপর লড়াইয়ে ঢুকে পড়ে বেঙ্গালুরু। কামিন্সকে কিনতে আরসিবি-র মরিয়াভাব প্রকট হয়ে ওঠে। কিন্তু তখনই কামিন্সকে কিনতে এমন একটা দর হেঁকে ফেলে হায়দারাবাদ, তারপর বাকিদের বোধহয় আর কিছু করার ছিল না। আইপিএলের নিলামের ইতিহাসে নয়া নজির গড়ে অজি অধিনায়ক কামিন্সকে সাড়ে ২০ কোটিতে কেনে হায়দরাবাদ। কামিন্সকে এবার সাইরাইজার্সের নেতৃত্বে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। নিলামের শুরুতে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় অজি ওপেনার ট্রাভিস হেডকে কেনে হায়দারাবাদ। তারপর শ্রীলঙ্কান স্পিনার অলরাউন্ডার হাসারাঙ্গাকেও কেনে দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি। আরও পড়ুন- সরাসরি দেখুন আইপিএল নিলামের সব আপডেট
গতবার আইপিএলে কেকেআরএর-এর হয়ে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন কামিন্স। এবার ওয়ানডে বিশ্বকাপে ভারতের পিচে কার্যকরী স্পেল করার ক্ষমতাও দেখা গিয়েছে।