Paris Olympics 2024 Mens Hockey: গতবারের সোনা জয়ী বেলজিয়ামের বিদায়, স্প্যাশিন অঘটনে সেমিতে ওঠার পর শ্রীজেশদের কাছে সুখবর
অলিম্পিকে পুরুষদের (Paris Olympics 2024) হকিতে বড় অঘটন। টোকিও অলিম্পিকের সোনাজয়ী তথা এবারের ফেভারিট বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল।
প্যারিস, ৪ অগাস্ট: ভারতের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠা বেলজিয়াম হেরে গেল স্পেনের কাছে। যে স্পেন গ্রুপ এ-তে সবার শেষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। প্যারিসে পুরুষদের হকিতে সোনার জয়ের ব্যাপারে সবার ফেভারিট বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়ে ১৬ বছর পর এই প্রথম সেমিফাইনালে উঠল স্পেন। প্রসঙ্গত, গ্রুপের খেলায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬-২ গোলে পরাস্ত করেছিল। বেলজিয়াম গ্রুপের খেলায় ভারতকেও ১-২ গোলে হারিয়ে ছিল। সেখানে স্পেনে গ্রুপে মাত্র দুটি-তে জিতেছিল, হেরেছিল তিনটি-তে। একেবারে ডেভিড বনাম গোলিয়াথ মনে করা কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য অঘটন ঘটালেন স্প্যানিশরা।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে প্রথম কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্য়ুট আউটে গ্রেট ব্রিটেনকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।
এদিকে, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জার্মানি অথবা আর্জেন্টিনা। আর অন্য সেমিফাইনালে স্পেনের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস অথবা অস্ট্রেলিয়া। বেলজিয়াম বিদায় নেওয়ায় ভারতের কাছে সোনা জয়ের লড়াইয়ের পথ সুগম হল বলেই বিশেষজ্ঞদের মত।