প্যারিস, ২ অগাস্ট: Paris Olympics Archery একটুর জন্য তিরন্দাজিতে (Archery) প্রথমবার অলিম্পিক (Olympic Games) পদক জেতা হল ভারতের (Team India Archery)। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ২-৬ হারের পর ব্রোঞ্জ জয়ের ম্যাচে আমেরিকার মুখে পড়ে অঙ্কিতা-ধীরাজদের ভারত। কিন্তু স্নায়ুর চাপে পড়া অঙ্কিতার কিছু খারাপ শটের কারণে শেষ অবধি আমেরিকার কাছে ২-৬ হেরে ব্রোঞ্জ জেতা হল না ভারতের। আরও একটা খেলায় আফশোসের চতুর্থ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ১৪৫ কোটির দেশকে।
প্রসঙ্গত, মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ হারিয়ে প্রথমবার অলিম্পিক তিরন্দাজির সেমিফাইনালে উঠেছিল ভারত। কোয়ার্টার ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করেন ধীরাজ। তার আগে অঙ্কিতা-ধীরজরা প্রি কোয়ার্টারে হারান ইন্দোনেশিয়াকে। শেষ অবধি মিক্সড টিম ইভেন্টে ফাইনালে ৬-০ হারিয়ে সোনা জিতল দক্ষিণ কোরিয়া। তিরন্দাজিতে অপরাজিত তকমা বজায় রাখল কোরিয়ানরা।
দেখুন ছবিতে
Well Played Dhiraj & Ankita !!
We were just so close to a Historic Medal in Archery #Archery pic.twitter.com/PFNJmSVHHd
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 2, 2024
দেখুন খবরটি
Yet Another Fourth Place!! For India at Paris
It was Arjun, who missed the medal by a whisker in 10m Air Rifle
Now, its Dhiraj & Ankita who lost in Bronze Medal match#Olympics #IndiaAtParis #OlympicswithISH pic.twitter.com/hLXU2UjLbS
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 2, 2024
অন্যদিকে,দলগত বিভাগে ভরাডুবির পর মিক্সড ইভেন্টের পদকের খুব কাছে পৌঁছে ভারতীয় তিরন্দাজরা আগামিকাল, শনিবার থেকে ব্যক্তিগত বিভাগে নামবেন দীপিকা কুমারীরা।